X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রাষ্ট্রধর্ম পরিবর্তনের পরিকল্পনা আ.লীগের নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২১, ২২:২৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৬

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার কোনও পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেছেন, ‘সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। কয়দিন ধরে কথা হচ্ছে, আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করবে। কিন্তু আপনারা স্পষ্ট শুনে রাখুন, রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনও পরিকল্পনা আওয়ামী লীগের নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দেবে।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে চট্টগ্রামের সন্দ্বীপে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোকসভার আয়োজন করা হয়।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। তার চামচারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্ট করছে। যতদিন পর্যন্ত তারেক জিয়া আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্ন একটি দ্বীপ সন্দ্বীপ। সড়কপথে কোনও যোগাযোগ নেই। অথচ বাংলাদেশের মানুষ এই দ্বীপকে এক নামে চেনে। এর কারণ প্রয়াত মুস্তাফিজুর রহমান। তিনি সন্দ্বীপকে বাংলাদেশে পরিচিত করেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’