X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

শুটিং সেটে অ্যালেক বল্ডউইনের প্রপ গানের গুলিতে চিত্রগ্রাহক নিহত

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ২২:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:৩৯

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি শুটিং সেটে তারকা অভিনেতা অ্যালেক বল্ডউইনের চলচ্চিত্রে ব্যবহৃত বন্দুকের (প্রপ গান) গুলিতে একনারী চিত্রগ্রাহক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছবিটির পরিচালক। উনিশ শতকের ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্র ‘রাস্ট’-এর সেটে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার আনুমানিক বেলা ১টা ৫০ এর দিকে পুলিশ গুলির ঘটনা জানতে পারে।

নিহত ৪২ বছর বয়সী নারী হ্যালিনা হাচিন্স ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করছিলেন। সেটে কর্মরত অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়। এছাড়া ৪৮ বছর বয়সী পরিচালক জোয়েল সুজা গুলিবিদ্ধ হলে তাকে বনানজা ক্রিক র‍্যাঞ্চের সেট থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

বল্ডউইনের এক মুখপাত্র জানান, প্রপ গান দিয়ে ফাঁকা গুলি চালানোর সময় এমন ঘটনা ঘটেছে।

এনবিসি টিভির সিটকম থার্টি রক-এ জ্যাক ডোনাহির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান বল্ডউইন। এছাড়া স্কেচ শো স্যাটারডে নাইট লাইভে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয়ের কারণেও তিনি আলোচনায় এসেছেন। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় বল্ডউইন ১৯৮০-র দশক থেকে অসংখ্য টিভি এবং চলচ্চিত্রের চরিত্রে অভিনয় করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সান্টা ফে শেরিফের মুখপাত্র জানান, বল্ডউইন পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, তিনি স্বেচ্ছায় কথা বলতে এসেছেন এবং জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তিনি এখান চলে যান।

বল্ডউইন এই চলচ্চিত্রের একজন সহ-প্রযোজক এবং তিনি ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন। এতে তিনি এক দস্যু চরিত্রে অভিনয় করেছেন যার ১৩ বছর বয়সী নাতি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।

নিহত হ্যালিনা হাচিন্স

নিহত হাচিন্সের ব্যক্তিগত ওয়েবসাইট থেকে জানা গেছে, তিনি ইউক্রেনের বাসিন্দা ছিলেন এবং তিনি আর্কটিক সার্কেলে সাবেক সোভিয়েত সামরিক ঘাঁটিতে বেড়ে ওঠেন। তিনি কিয়েভে সাংবাদিকতা এবং লস অ্যাঞ্জেলসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে আমেরিকান সিনেমাটোগ্রাফার ম্যাগাজিন তাকে 'উদীয়মান তারকা' হিসেবে উল্লেখ করেছিল। তিনি অ্যাডাম ইজিপ্ট মর্টিমার পরিচালিত ২০২০ সালের অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'আর্কেনেমি'-এর ডিরেক্টর অব ফটোগ্রাফি ছিলেন।

ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার্স গিল্ড এক বিবৃতিতে বলেছে, হাচিন্সের মৃত্যুর খবর আমাদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং তার মৃত্যু একটি ‘ভয়াবহ ক্ষতি’।

গিল্ডের সভাপতি জন লিন্ডলে এবং নির্বাহী পরিচালক রেবেকা রাইন বলেন, এই মুহূর্তে পুরো ঘটনাটাই অস্পষ্ট, কিন্তু আমরা আরও তথ্য জানতে কাজ করে যাচ্ছি এবং আমরা এই মর্মান্তিক ঘটনার তদন্তে সব ধরণের সহায়তা দিয়ে যাবো।

শুটিংয়ের সেটে এমন মারাত্মক গোলাগুলির ঘটনা অত্যন্ত বিরল, তবে আগেও ঘটেছে।  ১৯৯৩ সালে প্রয়াত মার্শাল আর্ট তারকা ব্রুস লির ২৮-বছর বয়সী ছেলে ব্র্যান্ডন লিও ঠিক একইভাবে প্রপ গানের গুলিতে নিহত হন। সূত্র: বিবিসি বাংলা

/এএ/
সম্পর্কিত
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
হার্ভার্ডে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ