X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চাহিদা থাকায় হিলি দিয়ে আসছে শুকনা মরিচ

হিলি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১১:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২:০০

দেশের বাজারে চাহিদা থাকায় এবং অন্য বন্দরের তুলনায় সময় কম লাগায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সম্প্রতি ভারত থেকে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এসব মরিচ। 

বন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি বাড়ছে। এতে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে। তবে পণ্যজট কাটিয়ে দ্রুত শুকনা মরিচের ট্রাক বন্দরে প্রবেশ করতে পারলে আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট নুর-এ আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ও দাম ভালো পাওয়ায় হিলি বন্দর দিয়ে ভারত থেকে শুকনা মরিচ আমদানি হচ্ছে। বগুড়া, ঢাকা ও চট্টগ্রামের আমদানিকারকরা এসব মরিচ আমদানি করছেন। কাস্টমস থেকে পণ্য ছাড়করণের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। কাস্টমসের নির্ধারিত স্লাব অনুযায়ী ১০ চাকার ট্রাকে ১৫ টন, আর ১২ চাকার ট্রাকে ২০ টন করে শুকনা মরিচ আমদানি হচ্ছে। প্রতিটন শুকনা মরিচ এক হাজার ৬০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা একই মূল্যে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন করছে। এতে কেজি প্রতি শুকনা মরিচের শুল্ক বাবদ পরিশোধ করতে হচ্ছে ২১ টাকা।

তিনি আরও বলেন, মূলত শুকনা মরিচ ভোমরা স্থলবন্দর দিয়েই বেশি আমদানি হয়। কিন্তু সম্প্রতি ওই বন্দরে সিন্ডিকেট করায় শুকনা মরিচের ট্রাক প্রবেশ করতে ২০ থেকে ২৫ দিন লাগছে। এ কারণে ট্রাকগুলোর ভাড়া হিসেবে বাড়তি টাকা লোকসান হিসেবে গুনতে হচ্ছে। এর ওপর গাড়িপ্রতি বেশি টাকা চাঁদা দিতে হয়। তাই আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি করছেন।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকে শুরু করে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৭৫০ টন শুকনা মরিচ আমদানি হয়েছে, যা থেকে রাজস্ব বাবদ আয় হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি সম্প্রতি নতুন করে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বন্দর থেকে সরকারের রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বেড়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর, গুরুত্ব পাবে বাণিজ্য-বিনিয়োগ
পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া