X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোগীর স্বজন সেজে ২০ হাজার টাকা হাতিয়ে নিলো নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৯:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:৫৫

‘হাসপাতালে রোগী ভর্তি আছেন’- এই কথা বলে নাসির নামে এক ব্যক্তির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এক নারী। নাসিরেরও এক রোগী ভর্তি রয়েছেন একই হাসপাতালে। দুজনই রোগীর স্বজন হিসেবে প্রথমে নানা বিষয়ে গল্পগুজব করেন। হাসপাতালের বারান্দায় বসে আলাপ আলোচনার এক পর্যায়ে দুজনে বাইরে বের হন। একসঙ্গে নাস্তা খেয়ে হাসপাতালে ফিরে অচেতন হয়ে পড়েন নাসির। আর এই সুযোগে তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে যায় অজ্ঞাত সেই নারী। মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাবাড়িয়া থেকে গোলেনা বেগম নামে এক রোগীকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন নাসির। গাইনি ওয়ার্ডে রোগী ভর্তি করার পর বারান্দায় বসে ছিলেন নাসির। এসময় সেখানে অজ্ঞাত এক নারীর সঙ্গে পরিচয়। ওই নারী তাদের জানান, তারও রোগী আছে গাইনি ওয়ার্ডে। রোগী ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা কথাবার্তা বলার পর তারা একসঙ্গে হাসপাতাল থেকে বাইরে বের হন। ফুটপাতের চায়ের দোকানে বসে একসঙ্গে খাবার খান তারা। এরপর আবার গাইনি ওয়ার্ডের বারান্দায় ফিরে এসে ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন নাসির। এসময় আরেক স্বজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কার করেন।

নাসিরের স্বজনরা জানান, নাসিরের কাছে চিকিৎসা খরচ বাবদ ২০ হাজার টাকা ছিল, তা আর পাওয়া যায়নি। আর ঘটনার পর থেকে ওই নারীকেও হাসপাতাল এলাকায় দেখা যায়নি। তাদের ধারণা অজ্ঞাত ওই নারী কৌশলে নাসিরকে হাসপাতালের বাইরে নিয়ে চেতনানাশক কিছু খাইয়ে টাকাগুলো নিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল খান বলেন, বিষয়টি শুনেছি। ওই রোগীর পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। তিনি চিকিৎসাধীন। অজ্ঞাত ওই নারীর খোঁজ করা হচ্ছে। ঢামেক হাসপাতালের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা আনসারের প্লাটুন কমান্ডার মো. শাহ আলম বলেন, বিষয়টি জানার পর যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই নারীকে খোঁজা হচ্ছে।

/এআইবি/এনএল/এমআর/
সম্পর্কিত
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
যাত্রবাড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা