X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিমার অর্থ হাতিয়ে নিতে নিজেকেই মৃত দেখালেন তিনি

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৭:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:২৯

যুক্তরাষ্ট্র থেকে বিমার অর্থ হাতিয়ে নিতে নিজেকে মৃত দেখানোর ফন্দি এঁটেছিলেন একজন ভারতীয় নাগরিক। নিজের পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোবরার বিষ দিয়ে একজনকে হত্যাও করেন। সহযোগীদের দিয়ে প্রচার করেন, সাপের বিষে আসলে তার নিজের মৃত্যু হয়েছে। তাই তার পরিবার বিমার অর্থের যৌক্তিক দাবিদার। তবে শেষ রক্ষা হয়নি। বিমা প্রতিষ্ঠানটির অনুরোধে তদন্তে নেমে পুরো ঘটনা ফাঁস করে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। সোমবার ভারতের আহমেদনগরের এসপি মনোজ পাতিল তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিনব কৌশলের খুনের ছক কষেছিলেন প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে। ৫৪ বছরের প্রভাকর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বাস করতেন। গত জানুয়ারি মাসে দেশে ফিরে মহারাষ্ট্রের আহমেদনগরে বসবাস শুরু করেন। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের একটি জীবন বীমা কোম্পানি থেকে তার নামের সাড়ে ৩৭ কোটি রুপি আদায়ের ছক কষতে থাকেন।

পরিকল্পনার ফলস্বরূপ কোবরার বিষের আইডিয়া মাথায় আসে তার। এই বিষ দিয়ে এক ব্যক্তিকে খুন করে, নিজের নামে চালানোর চেষ্টা করেন। গত এপ্রিল মাসে স্থানীয় হাসপাতাল থেকে থানায় খবর আসে কোবরার ছোবলে প্রভাকরের মৃত্যু হয়েছে।

তখন তদন্তে নেমে জানা যায়, প্রভাকরের ভাগ্নের পরিচয়ে প্রবীণ নামে এক ব্যক্তি মৃতদেহকে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে হিসেবে শনাক্ত করেন। স্থানীয় একজন ব্যক্তি একইভাবে শনাক্ত করে। ফলে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে মৃত বলেই ঘোষণা করে হাসপাতাল ও পুলিশ।

এরপরই প্রভাকরের পরিবারের তরফে জীবন বীমার অর্থ চাওয়া হয় যুক্তরাষ্ট্রের ওই কোম্পানির কাছে। কিন্তু কোম্পানি অর্থ দেওয়ার আগে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় পুলিশের কাছে তদন্তের দাবি জানায়। এ দফায় তদন্তে নামার পরই সামনে আসে আসল ঘটনা।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায়, কোনও রকম সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে প্রভাকরের বাড়িতে একটি অ্যামবুলেন্সকে আসতে দেখা গেছে। সন্দেহ হয় পুলিশের। স্থানীয় যে ব্যক্তি প্রভাকরকে মৃত বলে শনাক্ত করেছিলেন তার খোঁজ চালায় পুলিশ। জানা যায়, করোনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরে প্রভাকরের স্বজনদের খোঁজ শুরু করে পুলিশ। সেখান থেকে ফোন নম্বর জোগাড় করে ট্র্যাক করতেই বেরিয়ে আসে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে জীবিত।

পুলিশ জানিয়েছে, সেই সময় প্রভাকরের মৃতদেহ হিসেবে যার কথা বলা হয়েছিল তার নাম নাবন্থ যশবন্ত আনাপ, বয়স ৫০ বছর। একই এলাকায় প্রভাকরের সঙ্গে বাস করতেন তিনি। ঘটনার দিন প্রভাকর জোর করে ডেকে পাঠায় আনাপকে। সেখানে তাকে অজ্ঞান করে পায়ে কোবরার বিষ দেওয়া হয়।

এই ষড়যন্ত্রের পেছনে থাকা প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে আরও চারজন যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তাদেরকে ৩৫ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রভাকর। সূত্র: ভিওএ।

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা