X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়ার সঙ্গে আসিয়ানের নতুন কৌশলগত চুক্তি

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২০:০৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৫৫

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নতুন কৌশলগত চুক্তি করতে সম্মত হয়েছে। এর ফলে অঞ্চলটিতে অস্ট্রেলিয়ার বড় ভূমিকা পালনের উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার হবে। অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

চুক্তিটির নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য তাৎক্ষণিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রতিশ্রুতি দিয়েছেন এই বিষয়ে জানানো হবে।

তিনি বলেন, এই মাইলফলক ইন্দো-প্রশান্ত অঞ্চলে আসিয়ানের প্রধান ভূমিকা ও অবস্থানের প্রতি অস্ট্রেলিয়ার অঙ্গীকার তুলে ধরেছে। অস্ট্রেলিয়া আসিয়ানকে কেন্দ্রে রেখে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহিষ্ণু ও সমৃদ্ধ অঞ্চল চায়।

আসিয়ানের চেয়ারের দায়িত্বে থাকা ব্রুনেই জানিয়েছে, এই চুক্তি সম্পর্কের নতুন অধ্যায় এবং অর্থপূর্ণ, প্রকৃত ও উভয়পক্ষের জন্য উপকারী হবে।

এই ঘোষণার পর অস্ট্রেলিয়া জানিয়েছে, দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাস দমন, আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াই এবং হাজারো স্কলারশিপের জন্য ১৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আসিয়ানের একই কৌশলগত পর্যায়ে চুক্তি করতে চায় চীন। মঙ্গলবার চীনের প্রিমিয়ার লি কেকিয়াং আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নভেম্বরে বিশেষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন জোটের নেতারা। এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দুই কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ভিয়েতনামের নামে অস্ট্রেলিয়ার পৃথক দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
চট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন