X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

গণটিকার দ্বিতীয় ডোজ নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১১:২১আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:৫৪

রাজধানীর দুই সিটি করপারেশন এলাকার ১৩২টি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নগরীর বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন নগরবাসী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে খিলগাঁও ৩২৫, দক্ষিণ গোড়ান নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ গিয়ে মানুষের ভিড় দেখা যায়। লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে মানুষ। সেখানে কোথাও কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক আরাফাত হোসেন বলেন, ‘যারা ২৮ সেপ্টেম্বর টিকার প্রথম ডোজ নিয়েছেন আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তাদের সবাইকে মোবাইল ফোনে এসএমএস দেওয়া হয়েছে। আমরা কার্ড গ্রহণ করে টিকা দিয়ে দিচ্ছি। টিকা নেওয়ার পর সবার জন্য কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।’

গণটিকা নিতে আসা মানুষের সারি একই চিত্র দেখা গেছে সিপাহীবাগের নগর স্বাস্থ্যকেন্দ্রে। এই কেন্দ্রেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সিটি করপোরেশন জানিয়েছে, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ তারাই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৭৫টি ওয়ার্ডে একযোগে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলাভাবে টিকা নিতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ১২ হাজার ৮২৭ জন নারীসহ মোট ২৮ হাজার ৭০২ জনকে টিকা দেওয়া হয়েছে। আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।’

গণটিকা নিতে আসা মানুষের সারি অপরদিকে, উত্তর সিটির ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে এক হাজার মানুষকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া শুরু হয়েছে।

জানতে চাইলে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর পরও যদি কেউ বাকি থাকে তাদের আমরা চারটা পর্যন্ত টিকা দেবো। তার পরও বাকি থাকলে তাদের জন্য আগামী শনিবার টিকার ব্যবস্থা করবো।’

তিনি আরও বলেন, ‘আমি কেন্দ্রগুলো পরিদর্শন করছি। কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। সবাই লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে টিকা গ্রহণ করছেন।’

গণটিকা নিতে আসা মানুষের সারি দক্ষিণ সিটির মেরাদিয়ার নগর স্বাস্থ্যকেন্দ্রে থেকে টিকা নিতে আসা রোজিনা আক্তার বলেন, ‘এখান থেকেই গণটিকা কর্মসূচির মাধ্যমে প্রথম ডোজ নিয়েছি। গতকাল দ্বিতীয় ডোজের এসএমএস এসেছে। আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। ২০ জনের পর সিরিয়াল এসেছে। টিকা নিয়ে এখন চলে যাচ্ছি।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
‘গুলশান লেক থেকে কোটি কোটি মশা বেরিয়ে গেছে’
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার