X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

এক মাঠে দুই কেন্দ্র, বিভ্রান্তিতে ভোটার

টাঙ্গাইল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:৩৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে এক মাঠে দুইটি কেন্দ্র করে ভোটগ্রহণ চলছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। কেন্দ্রে এসে বুথ খুঁজতে সমস্যায় পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও একই মাঠের ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটাররা বলছেন, এখানে আগে একটি কেন্দ্র ছিল। ওই সময় কোনও সমস্যা হতো না। কিন্তু এখন একই মাঠে দুইটি কেন্দ্র করায় বুথ খুঁজতে ঝামেলায় পড়তে হচ্ছে। দুই কেন্দ্র করায় অনেক ভোটার হয়রানির শিকার হচ্ছেন। তারা আগের মতোই পৃথক স্থানে ভোট কেন্দ্র করার দাবি জানান। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাকড়াজান ইউনিয়নের বেরীখোলা, হারিঙ্গাচালা ও মহানন্দপুর এলাকার এক হাজার ৮৭৬ জন ভোটার ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মহানন্দপুর এলাকার দুই হাজার ১৪৭ জন ভোটার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রের বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এই দুই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, কেন্দ্রের ছয়টি বুথে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এক হাজার ১৪৭ জন পুরুষ ও এক হাজার ১১০ জন নারী ভোটার এই কেন্দ্রের ভোটার। সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড়। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।

মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, এই কেন্দ্রের পরিস্থিতি এখনও স্বাভাবিক। বিকাল ৪টা পর্যন্ত ৯৭৫ জন পুরুষ ও ৯০১ জন নারী ভোটার ছয়টি বুথে ভোট দেবেন।

সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একই মাঠে দুইটি কেন্দ্র করা হয়েছে। তবে ভোটারদের কোনও সমস্যা হচ্ছে না। আগে ওইখানে একটি কেন্দ্র ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
আ লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক
মুখোমুখি অবস্থানে মার্কোস-দুতার্তেফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে
বিকেএমইএ নির্বাচন: মোহাম্মদ হাতেমের প্যানেল বিজয়ী
সর্বশেষ খবর
সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি
সাংবাদিকতার চিরাচরিত ধারণাকে পাল্টে দিচ্ছে মোজো: কাদের গনি
‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোনদিকে এগোবে’
‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোনদিকে এগোবে’
ভোলায় একজনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনের যাবজ্জীবন
ভোলায় একজনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনের যাবজ্জীবন
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট বন্ধ হচ্ছে, চলবে পুলিশি অভিযান
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট বন্ধ হচ্ছে, চলবে পুলিশি অভিযান
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ