X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এক মাঠে দুই কেন্দ্র, বিভ্রান্তিতে ভোটার

টাঙ্গাইল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:৩৫

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে এক মাঠে দুইটি কেন্দ্র করে ভোটগ্রহণ চলছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। কেন্দ্রে এসে বুথ খুঁজতে সমস্যায় পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও একই মাঠের ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটাররা বলছেন, এখানে আগে একটি কেন্দ্র ছিল। ওই সময় কোনও সমস্যা হতো না। কিন্তু এখন একই মাঠে দুইটি কেন্দ্র করায় বুথ খুঁজতে ঝামেলায় পড়তে হচ্ছে। দুই কেন্দ্র করায় অনেক ভোটার হয়রানির শিকার হচ্ছেন। তারা আগের মতোই পৃথক স্থানে ভোট কেন্দ্র করার দাবি জানান। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কাকড়াজান ইউনিয়নের বেরীখোলা, হারিঙ্গাচালা ও মহানন্দপুর এলাকার এক হাজার ৮৭৬ জন ভোটার ১১ নম্বর মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মহানন্দপুর এলাকার দুই হাজার ১৪৭ জন ভোটার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রের বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এই দুই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, কেন্দ্রের ছয়টি বুথে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এক হাজার ১৪৭ জন পুরুষ ও এক হাজার ১১০ জন নারী ভোটার এই কেন্দ্রের ভোটার। সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড়। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।

মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, এই কেন্দ্রের পরিস্থিতি এখনও স্বাভাবিক। বিকাল ৪টা পর্যন্ত ৯৭৫ জন পুরুষ ও ৯০১ জন নারী ভোটার ছয়টি বুথে ভোট দেবেন।

সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একই মাঠে দুইটি কেন্দ্র করা হয়েছে। তবে ভোটারদের কোনও সমস্যা হচ্ছে না। আগে ওইখানে একটি কেন্দ্র ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
আরও ৫৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’