কাদের মির্জার ৭২ অনুসারীর আগাম জামিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরসহ ৭২ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় কাদের মির্জার অনুসারী বলে পরিচিত ৬৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তবে ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে আসামি করা হয়নি। ওই মামলায় চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনসহ মোট ৭২ জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে মিজানুর রহমান বাদল ও কাদের মির্জার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। গুলিবিদ্ধ সাংবাদিক বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বসুরহাটে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

থানা সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা ও ৫ নং চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটকে প্রধান আসামি করে ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০০ ব্যক্তির বিরুদ্ধে এ মামলা হয়।

আরও পড়ুন- 

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই

আমি কারও রক্তচক্ষু ভয় করি না: কাদের মির্জা

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ কাদের মির্জার
কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের সহধর্মিণী: কাদের মির্জা
কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা
কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা
কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের
কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: এমপি একরামুল করিম
জেলহাজতে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল
আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট বাদল জেল হাজতে
বাদলের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা