বিএনপির সমাবেশের পর স্বাভাবিক হচ্ছে বাস চলাচল  

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশ উপলক্ষে সকাল থেকেই গণপরিবহন কম ছিল ঢাকার রাস্তায়। তবে সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রাজধানীতে স্বাভাবিক হচ্ছে বাস চলাচল

যাত্রীরা জানান, সায়েদাবাদে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মালিকেরা অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ করেছিল। পাশাপাশি  পুলিশের ব্যাপক তল্লাশির কারণেও বাস চলাচল কম ছিল বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা। তবে শেষ বিকাল থেকে বাসের দেখা মিলছে সড়কে।

গণপরিবহন না থাকায় পিকআপে চড়তেও দেখা যায় নগরবাসীকে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  রাজধানীর শাহবাগ, নিউ মার্কেট, কাওরান বাজার, মহাখালী, বাড্ডা ও  উত্তরা এলাকায় কিছুক্ষণ পর পর বাসের দেখা মিলছে। তারা আরও জানিয়েছেন,  রাস্তার দুই পাশে ব্যাপক সংখ্যক যাত্রী নিজ নিজ গন্তব্যে পৌঁছার জন্য বাসের অপেক্ষা করছে।

বিএনপির সমাবেশ শেষে রাজধানীতে স্বাভাবিক হচ্ছে বাস চলাচল

কাওরান বাজারে বাসের জন্য অপেক্ষারত শাকিল আহমেদ নামের বেসরকারি চাকরিজীবী বলেন, খবর পেয়েছি সন্ধ্যার পর বাস চলাচল করবে। তাই বাসের অপেক্ষা করছি। কিছু বাস আসছে। তবে জায়গা যাচ্ছে না।

আরও পড়ুন- 

১০ দফা দাবি তুলে পরবর্তী কর্মসূচির ঘোষণা বিএনপির

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

দুপুরে খিচুড়ির আয়োজন করেছে যুবলীগ

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

গোলাপবাগে ইন্টারনেট নেই, মোবাইলে কলড্রপ