আমরাই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবো, থাকা উচিত: শেখ পরশ

বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে। আজকের আওয়ামী লীগ সরকার এদেশে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আমরা উন্নয়নের শিখরে চলে গেছি এবং আমরাই এই উন্নয়নের ধারা সমুন্নত ও অব্যাহত রাখবো যে কোনও মূল্যে। আমরা আমাদের কর্মের মাধ্যমে অধিকার অর্জন করেছি যে আমরাই এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকবো, থাকা উচিত।

বিএনপি-জায়ামাতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আজ শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এসব কথা বলেন তিনি।

যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপিকে ‘গণতন্ত্রের নামে সন্ত্রাসতন্ত্র বন্ধ’ করার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের নামে অরাজনৈতিক কার্যক্রম বন্ধ করেন। গণতন্ত্রের নামে আপনারা এখন বিধ্বংসী আচরণ করেছেন। সন্ত্রাসী আচরণ করে প্রমাণ করেছেন যে আপনারা কোনও রাজনৈতিক দলই না। আবারও প্রমাণ করেছেন আপনারা একটা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন।

তিনি বলেন, শেখ হাসিনা এখন যেটা বলেন সেটাই হয়। শেখ হাসিনা বিদেশি প্রভুদের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলেন পদ্মা সেতু হবে, হয়েছে। শেখ হাসিনার সঙ্গে পাল্লা দিয়ে আপনাদের ওই মাথা দিয়ে জঙ্গিবাদ ছাড়া আর কিছু বের হবে না। পক্ষান্তরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মাথা থেকে দেশের উন্নয়নমূলক রাজনীতি ছাড়া নেতিবাচক কিছু বের হবে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ

শেখ পরশ বলেন, আমরা যারা সত্যের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছি, আমাদের শক্তি অনেক বেশি। আপনারা মানবিকভাবে দুর্বল। তাই আপনারা এখন চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে চান। মানসিক শক্তি থাকলে অপেক্ষা করুন। বাংলাদেশের জনগণের কাছে মাফ চান। গণতন্ত্রের নায়ক শেখ হাসিনা। আপনাদের যদি ক্ষমতায় যেতে ইচ্ছা করে তাহলে আরও এক বছর অপেক্ষা করুন। নির্বাচন আসুক। সঠিক পদ্ধতিতে নির্বাচন করুন। তারপর ক্ষমতায় এসে দেখিয়ে দিন আপনাদের দক্ষতা এবং সক্ষমতা।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন- 

১০ দফা দাবি তুলে পরবর্তী কর্মসূচির ঘোষণা বিএনপির

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

দুপুরে খিচুড়ির আয়োজন করেছে যুবলীগ

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

গোলাপবাগে ইন্টারনেট নেই, মোবাইলে কলড্রপ