X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ব্যাংকে সরকারের আটকে থাকা অর্থ আদায়ে তৈরি হচ্ছে রোডম্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৬

বিভিন্ন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার আটকে থাকা অর্থ আদায়ে রোডম্যাপ তৈরি করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার পর ফয়েন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোডম্যাপ তৈরির সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটি ফান্ড রয়েছে। সেখানে ৩ হাজার ৯৫১ কোটি টাকা সরকার দিয়েছিল। এরমধ্যে ৫৯৭ কোটি ৬২ লাখ ৫২ হাজার ২৫২ টাকা বিগত সরকার সাবেক ফার্মার্স বর্তমানে পদ্মা ব্যাংকে এফডিআর করে রেখেছিল। ওই ব্যাংকে যে টাকাটা রাখা হয়েছিল, তা সুদে আসলে বেড়ে পাওনা হয়েছে ৮৭৩ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৮৫৩ টাকা। এই টাকাটা বার বার চাওয়া সত্ত্বেও ব্যাংকটি দিতে পারছে না। তারা সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই নিজেরাই বছর- বছর এই এফডিআর-টি রিনিউ করছে। তাদের এখন বক্তব্য হচ্ছে— ২০৩৮ সালের আগে এই টাকা আমাদেরকে দিতে পারবে না। না সুদ না আসল। এরকম সমস্যা শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়সহ আরও অনেক জায়গায় রয়েছে। সেগুলো কী বিবেচনায় রাখা হয়েছে, আমরা তো বলতে পারছি না।  এ বিষয়টি আমরা উপদেষ্টা পরিষদে তুলেছিলাম। পরে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে। বাংলাদেশ ব্যাংক ওই বেসরকারি ব্যাংকগুলোকে নিয়ে এবং যেসব মন্ত্রণালয় বা সরকারি সংস্থার অর্থ আটকে রয়েছে— তারা সবাই একসঙ্গে বসে একটা রোডম্যাপ তৈরি করে দেবে। যাতে পাবলিক মানিটা ফেরত আসে। সরকারি কাজে লাগানো যায়।

তিনি বলেন, আমাদের ব্যাংকিং খাত যে কতটা ভঙ্গুর হয়েছে, এ খাত সংস্কারে কতটা সময় ও প্রচেষ্টা দিতে হচ্ছে, এটা তার একটি নমুনা।

কত দিনের মধ্যে অর্থ আদায় করা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কত দিনে এই অর্থ পাওয়া যাবে, আমরা নিজেরাও সেটা জানতে পারছি না। তবে খুব দ্রুতই মিটিংটা ডাকা হবে। কারণ বড় অঙ্কের সরকারি অর্থ আটকে রয়েছে। তবে ব্যাংকগুলোর বাস্তব অবস্থা হয়তো আমাদের বিবেচনায় নিতে হবে। তারা কত সময়ের মধ্যে ফেরত দিতে পারবে, কত অনুপাতে ফেরত আনতে পারবো, সেটা রোডম্যাপটা করা হলে বলা যাবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত থেকে এভাবে ‘পুশ ইন’ ঠিক নয় : খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা