X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এনবিআরের রাজস্ব সভায় ‘ইলন মাস্ক’সহ শতাধিক ভুয়া আইডি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জুন ২০২৫, ২২:০১আপডেট : ১৫ জুন ২০২৫, ২২:০১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক! অন্তত, সভার অংশগ্রহণকারীর তালিকায় এমনই এক আইডি দেখা গেছে। শুধু তাই নয়, আরও দেখা গেছে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, মায়ের দোয়া স্যানিটারিস, স্যামসাং ফোনের বিভিন্ন মডেল এবং বিভিন্ন বছরের নামসহ শতাধিক সন্দেহজনক ও ভুয়া আইডি।

রবিবার (১৫ জুন) অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় এনবিআরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কিন্তু উপস্থিতির সংখ্যা বাড়িয়ে দেখাতে ইচ্ছাকৃতভাবে এসব ভুয়া আইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আমরা আন্দোলনে অংশ নিই। সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও এনবিআর চেয়ারম্যানের অপসারণ বিষয়ে কোনও অগ্রগতি না হওয়ায় এখন তার সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এখনও অসন্তোষ বিরাজ করছে। তাই ভার্চুয়ালি সভায় লোক বেশি দেখানোর জন্য এসব ভুয়া আইডি ব্যবহার করা হয়েছে।’

এনবিআরের কর্মকর্তারা আরও জানান, ‘রাজস্ব পর্যালোচনার নিয়মিত সভায় সাধারণত সশরীরে উপস্থিত হন ঢাকাস্থ কর্মকর্তারা এবং অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হন। তবে এবারের সভায় অংশগ্রহণকারীর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেলেও এর বড় একটি অংশেরই কোনও বাস্তব অস্তিত্ব বা এনবিআরের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।’

সভায় ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত আয়কর আদায়ের চিত্র তুলে ধরা হয়। জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আয়কর খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা। তবে এ সময়ে আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা—লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। গত বছরের একই সময়ের তুলনায় আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ৩০ শতাংশ। শুধু মে মাসেই আদায় হয়েছে ১০ হাজার ১৩০ কোটি টাকা।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের জানান, অর্থবছরের শেষ ১৫ দিনে সর্বোচ্চ চেষ্টা করে রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে হবে। তবে কর্মকর্তারা জানান, অন্যান্য সময় রাজস্ব ঘাটতিতে তিনি যে কঠোর অবস্থান নেন, এবার তা পরিলক্ষিত হয়নি।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
আয়কর আদায়ে গতি বাড়াতে ‘এক কোটি করদাতা’কে অগ্রাধিকার: এনবিআর চেয়ারম্যান
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘পলায়নের’ অভিযোগে এনবিআর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
৩০ কেজি করে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি৩০ কেজি করে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
দেশি-বিদেশি সব বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি
দেশি-বিদেশি সব বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি
টানা বৃষ্টিতে সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসেছে মাছের ঘের
টানা বৃষ্টিতে সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসেছে মাছের ঘের
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার
একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলাতারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ লাখ টাকার ইলিশ
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
গ্রিনকার্ড রক্ষায় ছুটলেন শাকিব খান
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল