X
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
১৪ আশ্বিন ১৪২৯

টানা তিন সপ্তাহ ধরে চাঙা শেয়ার বাজার

গোলাম মওলা
২১ জানুয়ারি ২০২২, ২০:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০:৩০

নতুন বছরের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফলে চাঙা হয়ে উঠেছে শেয়ার বাজার। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। এর মধ্য দিয়ে টানা ছয় দিন সূচক বাড়লো।

তথ্য বলছে, প্রায় প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক। একইসঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। অর্থাৎ নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মতো গেল সপ্তাহও ঊর্ধ্বমুখী ছিল দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ২৫০ কোটি টাকা বেড়ে গেছে। ফলে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৩ হাজার কোটি টাকার ওপরে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়,  গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ২৩৯ কোটি টাকা। আর আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ২২ হাজার ৮০০ কোটি টাকা। সেই হিসাবে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়লো ২৩ হাজার ৩৯ কোটি টাকা।

বাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট । বছরের প্রথম সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট। দ্বিতীয় সপ্তাহে বেড়েছিল ২৯ দশমিক ৭৮ পয়েন্ট । অর্থাৎ চলতি বছরের প্রথম তিন সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৪৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি টানা তিন সপ্তাহ বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৬ দশমিক ৬৯ পয়েন্ট । আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৯ দশমিক ৫৬ পয়েন্ট। তার আগের সপ্তাহে বেড়েছিল ৪১ দশমিক শূন্য ৩ পয়েন্ট।

এদিকে বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও বছরের প্রথম তিন সপ্তাহ টানা বেড়েছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ১৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ২২ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ৭০ দশমিক ৫০ পয়েন্ট।

তথ্য বলছে, বাজার মূলধন বৃদ্ধির পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির। ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৫ লাখ টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে ৪১০ কোটি ৭৫ লাখ টাকা।

/জেএইচ/
সম্পর্কিত
সাকিবের বাবার নাম ভুল, দায় কার?
সাকিবের বাবার নাম ভুল, দায় কার?
প্রত্যাহার হতে পারেন ডেল্টা লাইফের প্রশাসক
প্রত্যাহার হতে পারেন ডেল্টা লাইফের প্রশাসক
এক পরিপত্রের রেশ শেয়ার বাজারে
এক পরিপত্রের রেশ শেয়ার বাজারে
শেয়ার বাজার কারসাজির প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম
শেয়ার বাজার কারসাজির প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শেখ হাসিনার জন্মদিন, জাতির উৎসবের দিন : ডেপুটি স্পিকার
শেখ হাসিনার জন্মদিন, জাতির উৎসবের দিন : ডেপুটি স্পিকার
অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২ অক্টোবর
অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২ অক্টোবর
রমেকে ১৬ কর্মচারীর বদলিতেও থেমে নেই ‘সিন্ডিকেট চক্র’
রমেকে ১৬ কর্মচারীর বদলিতেও থেমে নেই ‘সিন্ডিকেট চক্র’
‘লাখ টাকায় দৈনিক মুনাফা ৫ হাজার’ প্রলোভনে কোটি টাকার প্রতারণা
‘লাখ টাকায় দৈনিক মুনাফা ৫ হাজার’ প্রলোভনে কোটি টাকার প্রতারণা
এ বিভাগের সর্বশেষ
সাকিবের বাবার নাম ভুল, দায় কার?
সাকিবের বাবার নাম ভুল, দায় কার?
প্রত্যাহার হতে পারেন ডেল্টা লাইফের প্রশাসক
প্রত্যাহার হতে পারেন ডেল্টা লাইফের প্রশাসক
এক পরিপত্রের রেশ শেয়ার বাজারে
এক পরিপত্রের রেশ শেয়ার বাজারে
শেয়ার বাজার কারসাজির প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম
শেয়ার বাজার কারসাজির প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম
ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার, মূলধন বাড়লো ১৯ হাজার কোটি টাকা
ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার, মূলধন বাড়লো ১৯ হাজার কোটি টাকা