X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঊর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার

গোলাম মওলা
২৬ আগস্ট ২০২২, ১৭:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৭:৫৪

বেশ কয়েক দিন ধরেই শেয়ারবাজারে একটু একটু করে লেনদেন বাড়ছে। তথ্য বলছে, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই শেয়ারবাজারের লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহজুড়েই প্রাতিষ্ঠানিক ও সাধারণ— উভয় শ্রেণির নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে দেখা গেছে। এ কারণে লেনদেনেও গতি ফিরে এসেছে।

বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৫ আগস্ট) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা। গত ১০ মাসের মধ্যেই এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৫৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনে বড় ধরনের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্লক মার্কেটের লেনদেন। এদিন ডিএসইর ব্লক মার্কেটে প্রায় ১১৪ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৬ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকেরও বড় উত্থান হয়েছে ডিএসইতে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে।

এদিকে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। তথ্য বলছে, সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ৪ হাজার ৮৪৩ কোটি টাকা। এ হিসেবে দুই সপ্তাহের উত্থানে বাজার মূলধন বাড়লো ৯ হাজার ৯৭৪ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১১৪টির। তবে ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে।

তথ্য বলছে,  গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৯২ দশমিক ৬৭ পয়েন্ট ।

এদিকে বাছাইকৃত ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে বেড়েছে ৪৭ দশমিক ৩০ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৫ দশমিক ৬৬ পয়েন্ট। এদিকে বেড়েছে ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ২৪ দশমিক ২৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২০ দশমিক ৬৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৬ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়ছে ৪৪০ কোটি ৫৫ লাখ টাকা।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫ কোটি ২৩ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৪৭৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকার। যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৮ শতাংশ।

/ইউএস/
সম্পর্কিত
আগামী দুই শনিবার খোলা থাকবে ডিএসই, ১০ দিনের ছুটি পুঁজিবাজারে
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
সালমান এফ রহমানের শেয়ার অবরুদ্ধ
সর্বশেষ খবর
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি