X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সার্বিয়া ও মন্টিনিগ্রোর মধ্যে উত্তেজনা: দুই দেশের রাষ্ট্রদূত বহিষ্কার

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১২:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৩
image

শতাব্দী পুরনো এক ঐতিহাসিক বিবাদকে কেন্দ্র করে মন্টিনিগ্রো ও সার্বিয়া একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। তাদেরকে অবিলম্বে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। মন্টিনিগ্রোতে সার্বপন্থী নতুন সরকারের শপথ নেওয়ার আগে আগে এ ঘটনা ঘটলো। একে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সার্বিয়া ও মন্টিনিগ্রোর মধ্যে উত্তেজনা: দুই দেশের রাষ্ট্রদূত বহিষ্কার

মন্টিনিগ্রো ও সার্বিয়া আগে যৌথ দেশ হিসেবে থাকলেও ২০০৬ সালে এক গণভোটের মধ্য দিয়ে আলাদা হয়ে যায় মন্টিনিগ্রো। দেশটির জনগণের একটি অংশ চায় সার্বিয়া ও রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মিত্রতা। আর আরেকটি অংশ চায় পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে। টানা ৩০ বছর ধরে মন্টিনিগ্রোকে নেতৃত্ব দি্চ্ছেন প্রেসিডেন্ট মিলো দুকানোভিক। তবে গত আগস্টে অনুষ্ঠিত নির্বাচনে তার পরাজয় হয়েছে। কয়েকদিনের মধ্যেই রাশিয়া ও সার্বিয়াপন্থী নতুন জোট সরকারের শপথ নেওয়ার কথা।

আর তার আগে শনিবার (২৮ নভেম্বর) মন্টিনিগ্রোতে নিয়োজিত সার্বিয়ার দূত ভ্লাদিমির বোজোভিককে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ‘মন্টিনিগ্রোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করেছেন। দেশত্যাগের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে তাকে। এরপর নিজেদের দেশে নিয়োজিত মন্টিনিগ্রোর রাষ্ট্রদূত টারজান মিলোসেভিকের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় সার্বিয়া। তাকেও বহিষ্কার করে দেশ ত্যাগ করতে বলা হয়।

মন্টিনিগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সার্বিয়ার রাষ্ট্রদূত বোজোভিক ১৯১৮ সালে সার্বিয়ার আধিপত্যাধীন রাজ্যে মন্টিনিগ্রোর যুক্ত হওয়াকে দেশটির ‘স্বাধীনতা’ ও ‘জনগণের মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা’ বলে উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে বোজোভিক সরাসরি মন্টিনিগ্রোকে অসম্মান করেছেন বলে অভিযোগ করা হয়। কারণ, ২০১৮ সালে দেশটির পার্লামেন্ট শতাব্দী পুরনো এ সিদ্ধান্তের সমালোচনা করেছিল। বলা হয়েছিল, এর মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক