X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মই টানা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিলেন মারুফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ২১:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০১:০২

একদিন আগেই ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। ছবিতে দেখা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মারুফা আক্তার তার বাবাকে কৃষি জমি তৈরিতে সাহায্য করছেন। মারুফা নিজেই বাবার সঙ্গে নেমে পড়েন হালচাষে। ফেসবুকে এমন ছবি দেখে অনেকেরই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর মারুফার পাশে দাঁড়াতে অনেকেই এগিয়ে আসছেন। কিন্তু এ নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর ফেসবুকে আলাদা করে ছবিটির ব্যাখ্যা তুলে ধরেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার।

ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, আর্থিক সংকটে আছেন মারুফা। তবে ভাইরাল হওয়া ছবির ব্যাখ্যা দিয়ে মারুফা যা বলছেন, ‘ছবিগুলো নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই যে, ক্রিকেট খেলা ও পড়াশুনার পাশাপাশি আমি আগে থেকেই বাবাকে কৃষিকাজে সহায়তা করে আসছি।এটা নতুন কিছু নয়। এই ছবিগুলো দেখে আপনারা কেউ ভাববেন না যে, করোনাকালীন সময়ে আর্থিক সংকটে পড়ে অপরের জমিতে কাজ করে জীবিকা অর্জন করেছি। ক্রিকেট খেলা ও পড়াশুনার অবসরে ঘর গৃহস্থালীর কাজে বাবা-মাকে সবসময়ই সহায়তা করে আনন্দ পাই।’

মারুফার দেওয়া ফেসবুক স্ট্যাটাস। তিনি আরও যোগ করেছেন, ‘আমি মনে করি প্রত্যেক সন্তানেরই উচিত অবসর সময়ে বাবা-মাকে ঘর গৃহস্থালীর কাজে সাহায্য করা। আশা করি, বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো মানুষ হতে পারি।’ 

কিন্তু আজ বৃহস্পতিবার মারুফার বাড়িতে গিয়ে তাকে আর্থিক সাহায্য করে আসেন আরেক সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী। আরিফা নিজেই বাংলা ট্রিবিউনকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ দুপুরে আমি মারুফার বাসায় গিয়েছি। ওখানে তাকে কিছু টাকা দিয়ে এসেছি। অনেককেই আমি ওর বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। যেভাবেই হোক মারুফা যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।’

তবে এই বিষয়ে মারুফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন প্রয়োজন পড়লে তারা পাশে দাঁড়াবেন মারুফার, ‘আমরা জানি নারী ক্রিকেটাররা সচ্ছল পরিবার থেকে উঠে আসে না। সেক্ষেত্রে তাদের সংগ্রাম করতে হয়। মারুফার ক্ষে্ত্রে হয়তো সেরকম কিছু হয়ে থাকতে পারে। তবে বিসিবি সব সময় ওদের পাশে আছে। আমরা প্রয়োজনে এগিয়ে আসবো।’

আরও পড়ুন:

ক্রিকেট-স্বপ্ন ‘নিষিদ্ধ’ জেনেও ক্রিকেটেই মারুফার বসবাস

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!