X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের সেই ডিসি ও তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিক আরিফুলের

নুরুজ্জামান লাবু ও মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম
১৯ মার্চ ২০২০, ১৮:৩৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ২০:৫৯

ওসির কাছে অভিযোগ দাখিল করছেন সাংবাদিকরা সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনার নামে অমানবিক নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) আরিফুল ইসলামের পক্ষে এজাহারের কপি থানায় পৌঁছে দেন সাংবাদিকরা।
এতে অভিযুক্ত করা হয়েছে– কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (সুলতানা পারভীন), সিনিয়র সহকারী কমিশনার- রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দীন, সহকারী কমিশনার (এসি) রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার (এসি) এসএম রাহাতুল ইসলাম এবং অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান মামলার এজাহারের কপি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি এজাহার গ্রহণ করে বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ।               

অভিযোগ দাখিলের সময় থানায় উপস্থিত ছিলেন– বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু ও লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সভাপতি সময় টিভি ও সমকাল প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, চ্যানেল আই প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক,  টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ইউসুফ আলমগীর, বণিক বার্তা ও এসএ টিভির প্রতিনিধি বাদশা সৈকত, ডিবিসি নিউজের ওয়াহিদুজ্জামান তুহিন, জিটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, বার্তা২৪ডটকমের জুয়েল রানা, আমার সংবাদের প্রতিনিধি ইমতে আহসান শীলু, আরটিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি একরামুল হক সরকার, ইত্তেফাক ও বাংলানিউজ২৪ ডটকমের প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, কুড়িগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ স্থানীয় সাংবাদিকরা।

কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন, ‘আরিফুল ইসলামকে মোবাইল কোর্টে সাজা দেওয়া, নির্যাতন করা, ক্রস ফায়ারের জন্য নিয়ে যাওয়া, পরিবারের জানার বাইরে জামিন দেওয়ার ঘটনা নজিরবিহীন। ভবিষ্যতে যেন আর এ ধরনের কোনও ঘটনা বাংলাদেশে না ঘটে এজন্যই আসামিদের বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা জরুরি। তবে এই অভিযোগ ব্যক্তিপর্যায়ে নিয়ে বিচার করতে হবে। আমরা সরকার কিংবা কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই। এটি বিবেচনায় নিয়েই সরকারকে আসামিদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আমলে নিয়ে বিচার করতে হবে।  নির্যাতনের বিরুদ্ধে মামলা করা আরিফুল ইসলামের সাংবিধানিক অধিকার।’

নুরুজ্জামান লাবু বলেন, ‘ঘটনা যে ধরনের ছিল তাতে ফোজদারি আইনে বিচার করা জরুরি বলে মনে করি। দেশে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে সেজন্যই থানায় আরিফুল ইসলাম এজাহার দাখিল করেন, যা আমরা ওসির কাছে জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি, পুলিশ আরিফুল ইসলামের মামলা গ্রহণ করে আসামিদের বিচারের মুখোমুখি করবে।’

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করা হয়। এরপর অধূমপায়ী আরিফকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে ১৫ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন: 

কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানাফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা 

আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আরিফ

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

 
 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ