X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শিমুলিয়ায় ফেরি বন্ধ, ১৮ ট্রলার জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২১, ১৭:০৬আপডেট : ০৯ মে ২০২১, ১৭:০৬

ফেরি বন্ধ থাকার পরেও শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য ভিড় করে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে আবারও ১৮টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। রবিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট, ঘাটের পার্শ্ববর্তী এলাকা ও পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ট্রলারগুলো জব্দ করা হয়। শনিবারও একই অভিযোগে ছয়টি ট্রলার জব্দ করা হয়েছিল। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করেন।  

বিধিনিষেধ অমান্য করে যাত্রী পার করায় ট্রলার জব্দ করা হয়েছে  মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপারে এখন সম্পূর্ণ নিষেধ, কিন্তু যাত্রীরা অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছেন। বিধিনিষেধ উপেক্ষা করে ট্রলারে যাত্রী ওঠানোর কারণে শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া ও মাওয়া মৎস্য আড়ত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেল থেকে ১৮টি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারের ১৮ জন চালককে আটক করা হয়। যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌপুলিশের হেফাজতে আছে।  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কর্তৃপক্ষের নির্দেশে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবু ওই এলাকায় যাত্রীরা ভিড় করেছেন পদ্মা পাড়ি দিতে। পরিস্থিতি সামলাতে রবিবার ভোর থেকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু তার পরও ঘাটে আসছেন দক্ষিণবঙ্গ অভিমুখী যাত্রীরা। তবে গত দুই দিনের তুলনায় চাপ কম।

শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে বিজিবি মোতায়েন করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, শিমুলিয়া ঘাটের প্রবেশপথের দুই জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘাটে কোনও ছোট যান প্রবেশ করতে পারছে না। তবে ঘাটে প্রায় সাড়ে তিনশ’ পণ্যবাহী ট্রাক আছে। গত দুই দিনের তুলনায় রবিবার যাত্রীদের তেমন কোনও ভিড় নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স পারাপারের জন্য মাত্র দুটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে। তবে গতরাতে সবগুলো ফেরি চলেছে। সেজন্য গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২০৫টি পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি (অ্যাম্বুলেন্স) পার করা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
আরও ১৩ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু