X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সড়কে স্বজনদের হারিয়ে দিশেহারা পাঁচ পরিবার

নাটোর প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৪:৪০আপডেট : ২৬ মে ২০২২, ১৪:৪০

সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের পাঁচ ব্যক্তির বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারেগুলো হয়ে পড়েছে দিশেহারা। সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। 

নিহতদের দুই জনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের ছোটপাকা গ্রামে। একই উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা আরও দুই জন। অপরজন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের বাসিন্দা। এ ছাড়া ওই দুর্ঘটনায় আহত হয়ে ছোটপাকা ও বা্ঁশবাড়িয়া গ্রামের দুই জন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পরিবারেও চলছে উৎকণ্ঠা।

নিহতদের মধ্যে বাগাতিপাড়া উপজেলার চার জনই শ্রমিক। তারা পাটক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। আর গুরুদাসপুরের জুমাইনগরের নিহত ব্যক্তি লিচু বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

বাগাতিপাড়া উপজেলার পাকা ইউপি চেয়ারম্যান নয়েজ উদ্দীন জানান, খবর পাওয়ার পর থেকেই নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

এক প্রশ্নের জবাবে তিনি নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, গত ১০-১২ দিন আগে নিহতরা অন্যদের সঙ্গে পাবনায় পাটের জমিতে কাজ করতে যায়। তাদের মধ্যে ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), এবং আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) মারা যান বাড়ি ফেরার পথে। আর আহত হন একই গ্রামের লাবুর ছেলে মঞ্জু। তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

কান্না আর আহাজারি থামানো যাচ্ছে না কিছুতেই ইউপি চেয়ারম্যান আরও  জানান, নিহত মকুলের ১৪ ও ৮ বছর বয়সী দুই মেয়ে এবং ৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। নিহত মনিরের ১৪ বছর বয়সী এক মেয়ে ছাড়াও ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হাড়িয়ে ছোট ছোট ওই সন্তানদের নিয়ে চোখে অন্ধকার দেখছে নিহতদের পরিবার। অপরদিকে, আহত মঞ্জুর ৪ ও ৬ বছর বয়সী দুটি ছেলে আছে। তার সন্তানসম্ভবা স্ত্রী দুর্ঘটনার খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন।

জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী জানান,ওই দুর্ঘটনায় বাঁশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫) এবং ইজাল হকের ছেলে আব্দুল হালিম নিহত হন। একই গ্রামের আনসারের ছেলে আলমগীর আহত হয়েছেন। তাকে রামেকে ভর্তি করা হয়েছে। তারা সবাই শ্রমিক। তারা পাবনায় পাটশ্রমিক হিসেবে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

জামনগর ইউপি মেম্বর আইয়ুব আলী জানান,তিনি মরদেহ নিয়ে বাড়ি ফিরছেন। নিহত মকবুলের ১১ বছর বয়সী মেয়ে ছাড়াও ৮ বছর বয়সী ছেলে রয়েছে। নিহত আব্দুল হালিমের ৮ বছর বয়সী এক মেয়ে ও ৫-৬ বছর বয়সী ছেলে রয়েছে। অপরদিকে আহত আলমগীরের ১৮ ও ৪ বছর বয়সী দুই ছেলে রয়েছে।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান,নিহত জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০) একজন লিচু ব্যবসায়ী। দুই-তিন দিন আগে তিনি লিচু বিক্রি করতে দিনাজপুর যান। বাড়ি ফেরার পথে তিনি এই সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার চার মেয়ে। সবচেয়ে বড় মেয়ের বয়স ১৬ বছর।

প্রসঙ্গত, বুধবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার জন নিহত হন। এ সময় আহত হন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তাদের মধ্যে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা যান। নিহত ওই পাঁচ জনের বাড়ি নাটোরে।

আরও খবর: মহাসড়কে প্রাণ গেলো ৫ জনের

 
 
/এমএএ/
সম্পর্কিত
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন