X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা পিস্তলসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪০

নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

জাকির খান নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার দৌলত খানের ছেলে। তিনি বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ভাই সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি।

শনিবার দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তানভীর মাহমুদ পাশা জানান, নারায়ণগঞ্জের একসময়কার শীর্ষ সন্ত্রাসী জাকির খানের নামে একাধিক হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এসব মামলায় তিনি বিভিন্ন সময়ে জেল খেটেছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবার এসব কাজে জড়িয়ে পড়েন। এ সময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন।

জাকির দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। তারপর থেকে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময় বিভিন্ন মামলায় জাকির দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা দেন। এরপর থেকেই গ্রেফতার এড়াতে তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।

পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি জাকিরকে ধরতে র‍্যাব-১১ কাজ শুরু করে। ৩ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের র‍্যাব-১১-এর একটি টিম অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ জাকিরকে গ্রেফতার করে।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির খান স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এনএআর/
সম্পর্কিত
পটুয়াখালীতে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো আসামি ৩০ ঘণ্টার অভিযানে আটক
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে
ভারত-পাকিস্তান সংঘাত: মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
অন্ধকারে যুদ্ধ: বাংলাদেশে ওভারিয়ান ক্যানসার সংকট!
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে