নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
জাকির খান নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার দৌলত খানের ছেলে। তিনি বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ভাই সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি।
শনিবার দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তানভীর মাহমুদ পাশা জানান, নারায়ণগঞ্জের একসময়কার শীর্ষ সন্ত্রাসী জাকির খানের নামে একাধিক হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এসব মামলায় তিনি বিভিন্ন সময়ে জেল খেটেছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবার এসব কাজে জড়িয়ে পড়েন। এ সময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন।
জাকির দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। তারপর থেকে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময় বিভিন্ন মামলায় জাকির দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা দেন। এরপর থেকেই গ্রেফতার এড়াতে তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।
পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি জাকিরকে ধরতে র্যাব-১১ কাজ শুরু করে। ৩ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের র্যাব-১১-এর একটি টিম অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ জাকিরকে গ্রেফতার করে।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির খান স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।