X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ০২:০১আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:০১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় নৌকা ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) নবীগঞ্জ খেয়াঘাটে রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেছে।

মৃতরা হলো– জিম, শাওন ও রিফাত। তাদের আনুমানিক বয়স ১৭-১৮ বছর। তাদের সবার বাড়ি শহরের খানপুর এলাকায়। 

স্বজন ও স্থানীয়রা জানান,  ১০ জন মিলে নবীগঞ্জ এলাকার মেলা দেখে ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। তারা সবাই নৌকার সামনের দিকে অবস্থান করছিল। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জন নিখোঁজ ছিল, বাকিরা সাঁতরে উপরে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়।

সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ ‍উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানতে পেরেছি। পরে কেউ নিখোঁজ রয়েছে দাবি করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘১০-১২ জন বন্ধু মিলে নৌকায় করে নদী পারাপার হচ্ছিল।  ধারণা করা হচ্ছে, মাঝনদীতে  যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে গেছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ‍উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আর কোনও নিখোঁজের দাবিদার নেই। নৌকায় প্রায় ১০ জনের অধিক যাত্রী ছিল। নৌকাটি কীভাবে ডুবেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে কোনও নৌযান নৌকাটিকে ধাক্কা দেয়নি বলে জানতে পেরেছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
চীনে মাঝনদীতে নৌকা উল্টে ৯ জনের মৃত্যু
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, ১৪৮ জনের মৃত্যু
জামালপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২
সর্বশেষ খবর
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি