X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ০২:০১আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:০১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় নৌকা ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) নবীগঞ্জ খেয়াঘাটে রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেছে।

মৃতরা হলো– জিম, শাওন ও রিফাত। তাদের আনুমানিক বয়স ১৭-১৮ বছর। তাদের সবার বাড়ি শহরের খানপুর এলাকায়। 

স্বজন ও স্থানীয়রা জানান,  ১০ জন মিলে নবীগঞ্জ এলাকার মেলা দেখে ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। তারা সবাই নৌকার সামনের দিকে অবস্থান করছিল। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জন নিখোঁজ ছিল, বাকিরা সাঁতরে উপরে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়।

সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ ‍উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানতে পেরেছি। পরে কেউ নিখোঁজ রয়েছে দাবি করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘১০-১২ জন বন্ধু মিলে নৌকায় করে নদী পারাপার হচ্ছিল।  ধারণা করা হচ্ছে, মাঝনদীতে  যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে গেছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ‍উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আর কোনও নিখোঁজের দাবিদার নেই। নৌকায় প্রায় ১০ জনের অধিক যাত্রী ছিল। নৌকাটি কীভাবে ডুবেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে কোনও নৌযান নৌকাটিকে ধাক্কা দেয়নি বলে জানতে পেরেছি।’

 

/এমএএ/
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
নৌকাডুবিতে ৭১ জন মৃত্যুর ঘটনার ছয় মাস পর দুজন গ্রেফতার
সেতুর পিলারে ধাক্কা দিয়ে নৌকা ডুবে ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
একটা প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল: আইজিপি
একটা প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল: আইজিপি
পাঠ-প্রতিক্রিয়া : ‘ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম’
পাঠ-প্রতিক্রিয়া : ‘ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম’
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’