X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ০২:০১আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:০১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ এলাকায় নৌকা ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) নবীগঞ্জ খেয়াঘাটে রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেছে।

মৃতরা হলো– জিম, শাওন ও রিফাত। তাদের আনুমানিক বয়স ১৭-১৮ বছর। তাদের সবার বাড়ি শহরের খানপুর এলাকায়। 

স্বজন ও স্থানীয়রা জানান,  ১০ জন মিলে নবীগঞ্জ এলাকার মেলা দেখে ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। তারা সবাই নৌকার সামনের দিকে অবস্থান করছিল। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জন নিখোঁজ ছিল, বাকিরা সাঁতরে উপরে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়।

সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ ‍উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানতে পেরেছি। পরে কেউ নিখোঁজ রয়েছে দাবি করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘১০-১২ জন বন্ধু মিলে নৌকায় করে নদী পারাপার হচ্ছিল।  ধারণা করা হচ্ছে, মাঝনদীতে  যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে গেছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ‍উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আর কোনও নিখোঁজের দাবিদার নেই। নৌকায় প্রায় ১০ জনের অধিক যাত্রী ছিল। নৌকাটি কীভাবে ডুবেছে তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে কোনও নৌযান নৌকাটিকে ধাক্কা দেয়নি বলে জানতে পেরেছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
ডুবে যাওয়া ৬ হাজার বস্তা চালের ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে
ইন্দোনেশীয় উপকূলে নৌকাডুবি: ৭০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ