X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট  প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৪:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৪:১৭

জয়পুরহাটের কালাইয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মিজানুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও  ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক গোলাম সারোয়ার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মিজানুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার চকবারই ইটাতলা গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের আইনজীবী ও আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা ও আদালতের আদেশে জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর রাত ১০টা থেকে ভোরের কোনও এক সময় জেসমিনকে (৩৩) শ্বাসরোধ করে হত্যা করে মিজানুর পালিয়ে যায়। ২৭ অক্টোবর জেসমিনের বাবা তোজাম্মেল হক বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর কারাগারে থাকার পর জামিনে ছিলেন তিনি। পরে কালাই থানার এসআই আকতার ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে তার নামে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মিজানুর রহমানকে যাবজ্জীবন এই দণ্ডের আদেশ দিয়েছেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম। সরকারি পক্ষের ছিলেন এপিপি উদয় সিংহ ও   পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

/এমএএ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়