X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রাস্তায় বাগবিতণ্ডার জেরে দুই যুবকের মারধরে যুবলীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ০৯:০৬আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৯:০৬

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই যুবকের মারধরে সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সফিউদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম (৪৭) গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে বের হয় সাইফুল। সোয়া ৮টার দিকে সফিউদ্দিন একাডেমি সড়কের বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে দুই যুবক হামলা চালিয়ে সাইফুলকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, ঘটনাস্থলের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখেছি দুই যুবক মোটরসাইকেল ঘুরিয়ে সাইফুলের কাছে যাচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে কয়েকটি রিকশা আটকা পড়ে এবং লোকজন জড়ো হন। পথচারীদের ভয়ে ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। মোটরসাইকেল আরোহী দুই যুবক টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে চালকের আসনে ছিল রাতুল ও পেছনে ছিল তামীম। আমরা তাদের চিহ্নিত করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার রহস্য উদঘাটনের জোর দাবি জানাই। 

তবে ছাত্রলীগ নেতা তামীম বলেন, আমরা মোটরসাইকেলে যাওয়ার পথে সাইফুল ভাইয়ের সঙ্গে দুই যুবককে বাগবিতণ্ডা করতে দেখি। তখন মোটরসাইকেল ঘুরিয়ে চলে আসি। সাইফুলের সঙ্গে বাগবিতণ্ডা জড়ানো যুবকদের চিনি না। তবে রাতুলের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলের পাশের দোকান মালিক বিল্লাল হোসেন বলেন, সাইফুল জোরে মোটরসাইকেলের হর্ন বাজালে এক যুবক প্রতিবাদ জানান। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ওই যুবককে থাপ্পড় মারেন। পরে ওই যুবক ও তার সহযোগী সাইফুলকে মারধর করে পালিয়ে যান। 

সাইফুলের বন্ধু জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে আহত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে পরিচিত একজন আমাকে ফোনে জানান। পরে সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। এ সময় তার মুখ দিয়ে লালা ও নাক দিয়ে রক্ত পড়ছিল। তাকে রিকশায় করে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার সময় রিকশাচালক আমাকে জানান সাইফুলকে দুই যুবক মারধর করে পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাফি মোহাইমেন বলেন, ময়নাতদন্তের সময় নিহতের বুকের নিচে জমাটবদ্ধ রক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

 

/এএম/
সম্পর্কিত
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
প্যারোলে ২ ঘণ্টা মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়ে আবার কারাগারে যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল