X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে লন্ডন থেকে স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:১৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পঁাচটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না হতেই স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার (৩০ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের দফতর সম্পাদক (বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত) নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম এবং সদস্য সচিব মাছুম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীঘলবাক ইউনিয়নে আল আমিনকে সভাপতি ও জাবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, আউশকান্দি ইউনিয়নে ফরহাদুল ইসলামকে সভাপতি ও নাঈম আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, বাউসা ইউনিয়নে ফয়সল আহমেদকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মোহাইমিনুল ইসলামকে সভাপতি ও ফরহাদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, পানিউমদা ইউনিয়নে মোফাজ্জল খান রুমানকে সভাপতি ও সফিকুল ইসলাম রোপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা জানান, কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ-উদ্দীপনা ছিল, ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা কমিটিকে টাকা না দেওয়ার কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুস সাকিব উচ্চশিক্ষা গ্রহণের জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে যুক্তরাজ্য থেকে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কী কারণে জেলা ছাত্রদল কমিটিগুলো স্থগিত করেছে তা জানি না।’

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বলেন, ‘দলীয় নির্দেশনা না মেনে কমিটি প্রকাশ করায় এসব কমিটি স্থগিত করা হয়েছে।’ দফতর সম্পাদক যুক্তরাজ্যে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবাদ বিজ্ঞপ্তি তো রাজপথের আন্দোলন নয় যে, স্বশরীরে উপস্থিত থাকতে হবে। এখন হোয়াটস অ্যাপের যুগ, বাইরে থাকলেও অনলাইনে কাজ করা যায়।’

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রদলের ‘সংহতি’ প্রত্যাখ্যান বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর আগে সব দলের সহাবস্থান চায় ছাত্রদল
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী