X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সরকারি গুদামে গম সরবরাহ, ৫ ট্রাকে ঘাটতি ৩ টন

খুলনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০২

খুলনা থেকে চুয়াডাঙ্গার সরকারি গুদামে ১০০ টন গম নিয়ে যাওয়া ছয়টি ট্রাকে ২৮ বস্তা বালু এবং এক বস্তা পাথর পাওয়া যায় রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে। এরপর সোমবার ওই গম পরিমাপ এবং খালাসের কাজ শুরু হয় চুয়াডাঙ্গায়। এ কাজ চলাকালেই তিনটি ট্রাকের তিন চালক সটকে পড়েন। খালাস সম্পন্ন হওয়ার পর পাঁচটি ট্রাকে তিন টন ১৫০ কেজি গম ঘাটতি পাওয়া গেছে। খাদ্য বিভাগ ওই তিন ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চুয়াডাঙ্গা খাদ্য নিয়ন্ত্রণ শহিদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার খালাস শুরু হয়। একে একে সরকার এন্টারপ্রাইজের একটি এবং জোনাকি পরিবহনের দুটি ট্রাক খালাস করা হয়। এরই ফাঁকে সরকার এন্টারপ্রাইজের অপর একটি এবং সানরাইজ জুট ট্রেডার্সের দুটি ট্রাক চালক সটকে পড়েন। এ কারণে ওই তিন ট্রাকের গম খালাস বিঘ্নিত হয়। ট্রাকে গম পাঠানো ঠিকাদারকে ডাকা হয়। কিন্তু কোনও ঠিকাদার আসেননি। ফলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই তিনটি ট্রাকের গম খালাস করা হবে।

তিনি আরও জানান, খালাস হওয়া পাঁচটি ট্রাকে তিন টন ১৫০ কেজি গম কম পাওয়া গেছে। এর মধ্যে সরকার এন্টারপ্রাইজের একটিতে ১৬ টন ৬৮৬ কেজি গম থাকার কথা। কিন্তু খালাসে পাওয়া গেছে ১৫ টন ৮৯৮ কেজি। ঘাটতি ৭৮৮ কেজি। জোনাকি পরিবহনের একটিতে ১৬ টন ৭৩১ কেজি গম থাকা কথা। কিন্তু খালাসে পাওয়া গেছে ১৫ টন ৭৯০ কেজি। ঘাটতি ৯৪১ কেজি। জোনাকি পরিবহনের অপরটিতে ১৬ টন ৬৮৬ কেজি গম থাকার কথা। কিন্তু খালাসে পাওয়া গেছে ১৬ টন ১০৮ কেজি। ঘাটতি ৪৪০ কেজি। আরও ২টি ট্রাক খালাস করার পর ৫০৩ কেজি এবং ৪৭৮ কেজি গম কম পাওয়া গেছে। তিনটি ট্রাকের চালককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (খাদ্য) শেখ মশিউর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গায় বরাদ্দের ১০০ টন গম তিন ঠিকাদারের মাধ্যমে পাঠানো হয়। এতে ঘাটতি হওয়ার কোনও সুযোগ নেই। চুক্তি অনুযায়ী ওই পরিমাণ গমই বুঝিয়ে দিতে হবে। ঘটনার সঙ্গে কেউ বা কার সম্পৃক্ততা সেটার চেয়ে মুখ্য হলো ঠিকাদার। এর দায় ঠিকাদারকেই নিতে হবে। চুক্তি অনুযায়ী তা বুঝে নেবে চুয়াডাঙ্গা অফিস।’

আরও খবর: সরকারি গুদামে আসা গমের বদলে বস্তায় মিললো বালু ও পাথর

 
/এমএএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন করার পরামর্শ সংসদীয় কমিটির
চালের বস্তা নিয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট