X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাড়ভাঙার চিকিৎসায় কিডনি অপসারণের অভিযোগ, তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ১৪:৪৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৪:৫২

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাড়ভাঙার চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে খসরু মিয়া নামের এক রোগীর কিডনি অপসারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার (৪ জানুয়ারি) ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিজবুল্লাহ জীবনকে কমিটির প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ঘটনায় ১ মার্চ দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। আদালতের বিচারক আবদুল মোমেন আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে অভিযোগটি এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিলে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। 

মামলায় বিবাদী হিসেবে কারও নাম উল্লেখ না করলেও গত বছরের ১৯ নভেম্বর হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করা সহকারী রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে খসরু মিয়া নামের এক রোগীর কিডনি অপসারণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেইসঙ্গে ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সার্জারি বিভাগের প্রধান, সিভিল সার্জনের প্রতিনিধি রয়েছেন।’

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, ঘটনাটি তদন্ত করে দেখার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ মার্চ) থেকে তদন্তকাজ শুরু হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালের পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।

খসরু মিয়া নামের ওই রোগীর ‘বোন-গ্রাফট’ করা হয়েছিল বলে জানান ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শংকর কুমার রায়। হাড় জোড়া দিতে ওই ব্যক্তির শরীরের অন্য জায়গা থেকে হাড় সংগ্রহ করে লাগানো হয়েছিল। চিকিৎসাশাস্ত্রে সেটিকে ‘বোন-গ্রাফট’ বলা হয়। শংকর কুমার রায় বলেন, ‘এটি কমন প্রসিডিউর। অর্থোপেডিকস বিভাগের অস্ত্রোপচারে কিডনি অপসারণের সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় হাড়গুলো গুঁড়ো হয়ে গেছে। সেটি জোড়া লাগানোর জন্য ‘বোন-গ্রাফটিং’ করে অন্য স্থান থেকে হাড় নেওয়া হয়।’

কানাইঘাটের ফতেহগঞ্জের বাসিন্দা খসরু বলেন, ‘হাতের হাড়ভাঙার অস্ত্রোপচারের আগে কোনও সমস্যা ছিল না। সবকিছু স্বাভাবিক ছিল। তবে অস্ত্রোপচারের পর শারীরিকভাবে দুর্বল লাগছে। হাসপাতালের চিকিৎসকরা আমার কিডনি চুরি করেছেন। যার জন্য আমার পেটে কাটার দাগ রয়েছে।’

মামলারে এজহার সূত্র জানায়, গাছ থেকে পড়ে খসরুর বাম হাতের কনুইয়ের হাড় ভেঙে যায়। এরপর গত বছরের ১৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১৭ নভেম্বর সকালে চিকিৎসকেরা অস্ত্রোপচার কক্ষে নিয়ে তার বাম হাতের অস্ত্রোপচার শেষে বাম দিকের কিডনি বের করে নেন। অস্ত্রোপচার শেষ জ্ঞান ফিরলে তিনি বাম হাতের পাশাপাশি বাম দিকের কিডনির পাশে অস্ত্রোপচারের চিহ্ন দেখতে পান। এ সময় তার স্বজনেরা বিষয়টি জানতে চাইলে চিকিৎসকেরা কোনো সদুত্তর না দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। পরে হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করলে তিনিসহ চিকিৎসকেরা জানান, কিডনি থেকে একটি শিরা নিয়ে বাম হাতে সংযুক্ত করা হয়েছে। পরে তড়িঘড়ি করে অস্ত্রোপচারের একদিন পর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

এদিকে গত ১৫ জানুয়ারি জৈন্তাপুর ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তিনি আলট্রাসনোগ্রাম করে নিশ্চিত হন, তার বাম দিকের কিডনি নেই। আর্থিক সুবিধার জন্য চিকিৎসকেরা তার কিডনি অপসারণ করে নিতে পারেন বলে মামলার এজহারে অভিযোগ করেন খসরু।

/আরআর/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!