X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রংপুরে টিসিবির পণ্য নিয়ে ক্রেতাদের অভিযোগ

রংপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:৪৩

আসন্ন রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, বুটসহ বিভিন্ন সামগ্রী কার্ডধারীদের মাঝে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশের মতো রংপুর নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন। এদিকে, টিসিবির কার্ডধারীরা অভিযোগ করেছেন, পণ্যগুলোর মধ্যে ছোলা-বুটগুলো নিম্নমানের। চিনি আর সয়াবিন তেলের বরাদ্দ বৃদ্ধি করা দরকার।

জেলা প্রশাসক টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জানান, পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও রমজান মাসে আরও একবার মোট দু দফায় পণ্য দেওয়া হবে। রংপুর সিটি করপোরেশন ছাড়াও জেলার দুটি পৌরসভাসহ আট উপজেলায় দুই লাখ ৮৫ হাজার ৩শ ১২ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় তিন লাখ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাবে।

নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা আফসানা বেগম অভিযোগ করেন, প্রতি কার্ডধারীকে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি মসুরের ডাল এবং এক কেজি করে বুট দেওয়া হচ্ছে। রমজানের আরও ১৫ দিন বাকি, দেড় মাসে এই পরিমাণ পণ্য দিয়ে কোনোভাবেই চলবে না। চিনি এবং সয়াবিন তেল ৫ কেজি করে দেওয়ার দাবি করেন তিনি।

বৈরাগীপাড়ার বিমল, মনোয়ারা বেগমসহ অনেকে রমজানকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানান।

এ ব্যাপারে টিসিবির পণ্য বিক্রেতা শামসুল ইসলাম জানান, ছোলা-বুট নিম্নমানের বলা যায় না। তবে খুব ভালো মানসম্মত নয়।

এদিকে, কার্ডধারীদের অভিযোগ সম্পর্কে টিসিবির কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।

/এমএএ/
সম্পর্কিত
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
সর্বশেষ খবর
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি