X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ভাতঘুমে প্রিজাইডিং অফিসার, খোশগল্পে আনসার সদস্যরা

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
১৬ মার্চ ২০২৩, ১৪:১৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:১৯

ভাতঘুমে প্রিজাইডিং কর্মকর্তা। বাইরে ঝিমুচ্ছেন আনসার সদস্য। দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে পোলিং এজেন্ট। আর নারী আনসার সদস্যরা মেতে উঠেছেন খোশগল্পে। সামনের খালি মাঠে বসে আছেন পুলিশ সদস্যরা। এটি কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রের চিত্র।

দুপুর ১২টা ৫৪ মিনিটে কুমিল্লার লালমাই উপজেলার কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা যায়, তিনি চেয়ারে বসে ঘুমাচ্ছেন। পাশে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা খাবার খাচ্ছেন। কক্ষে প্রবেশ করার পর কক্ষে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওই প্রিজাইডিং কর্মকর্তাকে ডাকলে তিনি জেগে ওঠেন।

জানা গেছে, ওই প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ ওহিদুজ্জামান। কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘গত রাতে কেন্দ্রের কাজে ব্যস্ত থাকায় ঘুমাতে পারেননি। এখন ভোটার নেই। তাই ঘুমাচ্ছিলেন তিনি। ওই কেন্দ্রে বুথ ৭টি। ভোটার দুই হাজার ৬৪৮ জন। এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

তার কক্ষ থেকে বের হতেই পাশের কক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে দেখা গেছে ঘুমন্ত অবস্থায়। বসে বসে ঘুমে ঝিমাতে থাকা ওই আনসার বলেন, ‘ভোটার নেই তাই তিনি বসে আছেন। কখন ঘুম এসেছে বুঝতে পারেননি।’

এদিকে কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের নারী ভোট কেন্দ্র কনকশ্রী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের সামনে প্রিজাইডিং কর্মকর্তাসহ খোশগল্পে মেতে উঠেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। এর পাশে দুজন ভিডিপি সদস্য টেবিলের ওপর পা তুলে বসে গল্প করছেন। বাইরে ঘোরাফেরা করছেন বাকি পোলিং এজেন্টরা।

কনকশ্রী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ৬৩৬ জন। দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশের কাছাকাছি।’

এদিকে, সকাল ১০টার দিকে উপজেলার ফয়েজগঞ্জ আলিম মাদ্রাসার কেন্দ্রের সামনে ঘুরতে এবং গল্প করতে দেখা গেছে কেন্দ্রের পোলিং এজেন্ট আবদুর রশিদকে। তিনি ওই কেন্দ্রের নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট। তার সঙ্গে আরও একজন পোলিং এজেন্টকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসআই রাজীব বলেন, ‘মোবাইল রাখতে বাইরে গেছেন এই এজেন্ট।’

/এমএএ/
সম্পর্কিত
আ লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক
মুখোমুখি অবস্থানে মার্কোস-দুতার্তেফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে
বিকেএমইএ নির্বাচন: মোহাম্মদ হাতেমের প্যানেল বিজয়ী
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা সাম্য হত্যা: ৩ আসামি কারাগারে
ছাত্রদল নেতা সাম্য হত্যা: ৩ আসামি কারাগারে
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর