পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠে পানির অভাবে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না ময়মনসিংহের কৃষকরা। জেলায় পানির অভাবে এখন পর্যন্ত মাত্র ১৩ শতাংশ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। কৃষি বিভাগের চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চিন্তিত কৃষকরা। ১৫ দিন আগে থেকেই আমন মৌসুম শুরু হলেও পানির অভাবে মাঠে চারা রোপণ করতে পারছেন না কৃষকরা।
ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের কৃষক রুহুল আমিন জানান, চলতি মৌসুমে ৮৫ শতক জমিতে বিআর ৪৯ জাতের ধানের চারা রোপণের প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে চারা রোপণের জন্য বীজতলা তৈরি করেছেন। বীজতলা তৈরিতে তার খরচ পড়েছে এক হাজার ৫০ টাকা। চারা পরিপক্ব হয়ে উঠেছে। কিন্তু পানি না থাকায় মাঠ প্রস্তুত করতে পারছেন না চারা রোপণের জন্য।
তিনি বলেন, ‘নিচু জমিতে কিছুটা পানি থাকায় কৃষকরা চারা রোপণ শুরু করেছেন। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় উঁচু জমিতে চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। বীজতলার চারাও পরিপক্ব হয়ে লাল হয়ে উঠছে। সময়মতো আমন ধানের চারা রোপণ করতে না পারলে ফলন ভালো হবে না।’
ময়মনসিংহ সদরের গোপালনগর গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠ একেবারে শুকনো। পানির অভাবে আমন ধানের চারা রোপণ করা যাচ্ছে না। এই পরিস্থিতি থাকলে সেচ দেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না। সেচ দিয়ে এমন ধানের চারা রোপণ করলে খরচ বেশি পড়বে। তাতে কৃষকদের লোকসান গুনতে হবে।
অপর কৃষক আব্দুস সালাম জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত রোপা আমন ধানের চারা রোপণের সময় থাকে। এর মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে কৃষকরা চারা রোপণ করতে পারবেন।
ময়মনসিংহ কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, চলতি আমন মৌসুমে জেলায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬৮ হাজার হেক্টর জমি। এ পর্যন্ত অর্জিত হয়েছে ৩৫ হাজার ৫০০ হেক্টর জমি। সেই হিসাবে ১৩ শতাংশ জমিতে আমন খানের চারা রোপণ করা হয়েছে। মাঠে পানি না থাকায় কৃষকরা চারা রোপণ করতে পারছেন না। তবে কৃষকরা আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত আমন ধানের চারা রোপণ করার সময় পাবেন।