X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

৭১ ও ৭৫-এর পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করছে: এমপি কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৯:৫৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯:৫৯

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগস্ট মাস শোকের মাস। এ মাস এলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যখন প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তখন ৭১ ও ৭৫-এর পরাজিত শক্তি আবারও নানারকম ষড়যন্ত্র করছে। আমাদের বিশ্বাস, সবাই একযোগে কাজ করলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও এ দেশের উন্নয়নের হাল ধরার সুযোগ করে দিতে পারবো।’

যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যশোরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছেন। যশোরবাসীর স্বপ্ন পদ্মা সেতু, বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো বাস্তবায়ন করেছেন। ২০৪১ সালে এ দেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। আর তাই স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশের ইতিহাস। বাংলা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু তার লক্ষ্য অর্জন করার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাসদ নেতা অ্যাডভোকেট রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

/এমএএ/
সম্পর্কিত
যশোর-৩ আসননেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল
যশোরে দুই নতুন মুখ, চারটিতে নৌকার ভরসা পুরনোরাই
অবরোধের নামে বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কাজ করছে: কাজী নাবিল এমপি
সর্বশেষ খবর
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
ইসরায়েলি বোমাবর্ষণে একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব
চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর
চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর
জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন
জি-মেইলের বিলুপ্ত আইডি যেভাবে উদ্ধার করবেন
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন