X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শোক জানাতে আসা ২৫ জনকে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৯:২২আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২০:১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে অন্তত ২৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। পরে তাদের ১৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজ সন্ধ্যায় বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে অনেক লোকজন। তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে আমাদের কাছে দিয়েছে। তাদের মারধর করা হয়েছে। এখন তাদের চিকিৎসা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক যাচাই শেষে তাদের অনেককেই পরিবারের জিম্মায় দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত অন্তত প্রায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে এবং বাকিরা এখনও থানায় আছে।’

এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শোক জানাতে আসা কাউকে দেখলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এখানে অবস্থানরত বিক্ষোভকারীরা।

সরেজমিনে দেখা গেছে, ‘কোথায় যাচ্ছেন, কেন এসেছেন’ এসব জিজ্ঞেস করে দেখা হচ্ছে পরিচয়পত্র ও মোবাইল ফোন। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কাউকে ধাওয়া দিতে ও কাউকে মারধর করতেও দেখা গেছে। ছবি ও ভিডিও চিত্র ধারণ করায় অনেক সাংবাদিককে বাধা দেওয়া ও দুর্ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এক ভিডিও বার্তায় এসবের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিগত সময়ে সাংবাদিকদের ওপর হামলা-দামলা করা হয়েছে। সাংবাদিক ও সংবাদমাধ্যমে স্বাধীনতা দেওয়া হয়নি। এখনও যদি আমরা একই কাজ করি, সেটা ভালো লক্ষণ নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা দিতে হবে।’

সমন্বয়ক হাসনাত ছাত্র-জনতাসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে দিন। তাদের কাজে বাধা দেবেন না।’

/এবি/এনএআর/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক
ভুট্টাক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন