X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হরিরামপুরে আধ ঘণ্টায় পদ্মা গ্রাস করলো ১২টি বাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি 
২২ আগস্ট ২০২৩, ২৩:২৯আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২৩:২৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রমত্তা পদ্মার করাল গ্রাসে মাত্র ৩০ মিনিটের মধ্যে দুটি গ্রামের ১২টি ঘর ধান-চাল ও বিভিন্ন জিনিসপত্রসহ তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ৪৬নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আবিধারা ও ইসলামপুর গ্রামের লিটন, বাদল, রফিজ, কালাম, সেকেন্দার, শাহিন, আফজাল বিশ্বাস, সিদ্দিক মেম্বারের বাড়িঘর ও দোকানপাট পদ্মায় বিলীন হয়ে গেছে। 

ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন, ‘আমার থাকার ঘরের সঙ্গে পদ্মা গিলে খেয়েছে মাচায় থাকা  ৫০ মণ ধান, চাল, ৫ মণ সরিষা, ৪ মণ তিল ও ভুট্টা। সন্তানসহ পরিবারের সবার ঠাঁই এখন খোলা আকাশের নিচে। মাত্র ৩০ মিনিটে আমার সাজানো সংসার লন্ডভন্ড করেছে রাক্ষুসে পদ্মা। আমরা পথের ফকির হয়ে গেছি।’

মোহনপুর এলাকার সাগর বলেন, ‘স্থায়ী বেড়িবাঁধ না হলে অবশিষ্ট যা আছে সব পদ্মায় বিলীন হয়ে যাবে।’  গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে রাইতে ঘুমায়ইয়া গেছিলাম। আচমকা ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে ! আমরা এহন কই যামু আল্লাহ ছাড়া কেউ জানে না।’

পদ্মায় সব হারানোদের একজন কাঞ্চন ব্যাপারী। তিনি বলেন, ‘মাত্র আধ ঘণ্টায় আমগো সব শ্যাষ হইয়া গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইবো।’ মীর বাসেদের কণ্ঠে আর্তনাদ, ‘আমাগো পায়ের তলায় এক চিলতে মাটিও অবশিষ্ট থাকলো না। পদ্মায় শেষ সম্বলটাও কাইড়া নিলো।’

ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি এক ধরনের ভূমিকম্প! ভূমিধস। ত্রিশ মিনিটে পদ্মায় পেটে চলে গেলো ১২টা বাড়ি। স্কুলটিও পদ্মায় যেকোনও সময় গ্রাস করে ফেলবে। চোখের সামনে বাড়িগুলো শেষ হতে দেখছি।’ সারারাত পদ্মার পাড়েই ছিলেন বলে জানান তিনি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, ‘আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি। 

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিন জানান, ভাঙন রোধে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব বসানো এবং ডাম্পিং কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

/এমএএ/
সম্পর্কিত
পরীক্ষা না দিয়ে পদ্মা নদীতে গোসল, ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
উত্তাল পদ্মা-যমুনা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 
পদ্মা নদীর তলদেশ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক