X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হরিরামপুরে আধ ঘণ্টায় পদ্মা গ্রাস করলো ১২টি বাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি 
২২ আগস্ট ২০২৩, ২৩:২৯আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২৩:২৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রমত্তা পদ্মার করাল গ্রাসে মাত্র ৩০ মিনিটের মধ্যে দুটি গ্রামের ১২টি ঘর ধান-চাল ও বিভিন্ন জিনিসপত্রসহ তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ৪৬নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আবিধারা ও ইসলামপুর গ্রামের লিটন, বাদল, রফিজ, কালাম, সেকেন্দার, শাহিন, আফজাল বিশ্বাস, সিদ্দিক মেম্বারের বাড়িঘর ও দোকানপাট পদ্মায় বিলীন হয়ে গেছে। 

ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন, ‘আমার থাকার ঘরের সঙ্গে পদ্মা গিলে খেয়েছে মাচায় থাকা  ৫০ মণ ধান, চাল, ৫ মণ সরিষা, ৪ মণ তিল ও ভুট্টা। সন্তানসহ পরিবারের সবার ঠাঁই এখন খোলা আকাশের নিচে। মাত্র ৩০ মিনিটে আমার সাজানো সংসার লন্ডভন্ড করেছে রাক্ষুসে পদ্মা। আমরা পথের ফকির হয়ে গেছি।’

মোহনপুর এলাকার সাগর বলেন, ‘স্থায়ী বেড়িবাঁধ না হলে অবশিষ্ট যা আছে সব পদ্মায় বিলীন হয়ে যাবে।’  গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘স্বামী-সন্তান নিয়ে রাইতে ঘুমায়ইয়া গেছিলাম। আচমকা ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে ! আমরা এহন কই যামু আল্লাহ ছাড়া কেউ জানে না।’

পদ্মায় সব হারানোদের একজন কাঞ্চন ব্যাপারী। তিনি বলেন, ‘মাত্র আধ ঘণ্টায় আমগো সব শ্যাষ হইয়া গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইবো।’ মীর বাসেদের কণ্ঠে আর্তনাদ, ‘আমাগো পায়ের তলায় এক চিলতে মাটিও অবশিষ্ট থাকলো না। পদ্মায় শেষ সম্বলটাও কাইড়া নিলো।’

ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি এক ধরনের ভূমিকম্প! ভূমিধস। ত্রিশ মিনিটে পদ্মায় পেটে চলে গেলো ১২টা বাড়ি। স্কুলটিও পদ্মায় যেকোনও সময় গ্রাস করে ফেলবে। চোখের সামনে বাড়িগুলো শেষ হতে দেখছি।’ সারারাত পদ্মার পাড়েই ছিলেন বলে জানান তিনি।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, ‘আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি। 

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিন জানান, ভাঙন রোধে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব বসানো এবং ডাম্পিং কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

/এমএএ/
সম্পর্কিত
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
বাবা-খালুর পর নিখোঁজ কিশোরের মরদেহও উদ্ধার হলো পদ্মা থেকে
পদ্মায় ফেরিডুবির পাঁচ দিন পর মিললো ইঞ্জিন মাস্টারের মরদেহ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ