ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ২৯০টি মেডিক্যাল টিম। চালু করা হয়েছে কন্ট্রোল রুম। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ২৯০টি মেডিক্যাল টিমের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ২০০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে ৭৫টি, জেনারেল হাসপাতালে ৫টি, আরবান ডিসপেনসারিতে ৯টি এবং স্কুল হেলথ ক্লিনিকে একটি করে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’
এদিকে, সিভিল সার্জনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: ০২৩৩৩৩৫৪৮৪৩। চিকিৎসার প্রয়োজনে এ নম্বরে ফোন করে যোগাযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।