গাইবান্ধা সদর উপজেলার কামারজানি থেকে ২৬ বোতল বিদেশি মদসহ মারুফ হাসান (৩৪) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। পরে সদর থানায় মামলা হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদ বশির আহমেদ।
মারুফ হাসান কামারজানি ইউনিয়নের কামারজানি গোঘাট গ্রামের দুলু মিয়ার ছেলে। তিনি আওয়ামী যুবলীগের কামারজানি ইউনিয়ন শাখার আহ্বায়ক।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারুফ হাসান দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মারুফ মাদক বিক্রির জন্য কামারজানি বাজার এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মারুফ হাসান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।