X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে প্রাণ গেলো একই পরিবারের ৬ সদস্যের

ঝালকাঠি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ২২:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:০২

ঝালকাঠি গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এতে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। নিকট আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন তারা।

রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম জানান, চারটি অটোরিকশাতে করে তারা একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। গাবখান ব্রিজে টোল ভাড়া দেওয়ার সময় ঘাতক ট্রাক দুটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

একই পরিবারের নিহতরা হলেন নুরুল ইসলামের ছেলে বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (২৩), তার স্ত্রী নিপা আক্তার (২২), তার খালাতো ভাই উত্তর সাউথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০), হাসিবুর রহমানের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১)। এ সময় একটি প্রাইভেটকারকে চাপা দিলে চালকসহ সব যাত্রী নিহত হয়।

আহতদের স্বজন ও আহতরা জানান, বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে আরও ৪ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন মারা যায়।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই ৮ জনকে নিহত পাওয়া যায় এবং ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে আরও ৪ জন মারা যায়। এ ঘটনায় ১৪ জন আহত হয়। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে, বিকালে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।’

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ঘাতক ট্রাক এবং এটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকচালকের নাম আলামিন হাওলাদার। তার বাবার নাম আনসার উদ্দিন। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। সহকারী নাজমুল শেখের বাড়ি খুলনায়।

বুধবার সন্ধ্যার পরে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম। এখান থেকে ১২ জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

টোল দিতে অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১৪

/কেএইচটি/
সম্পর্কিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের
ওডেসায় একটি শিক্ষা-প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
ডিজাবের নতুন সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
ডিজাবের নতুন সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন
দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় যাত্রী কল্যাণ সমিতি
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় যাত্রী কল্যাণ সমিতি
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী