বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার বিকালে মথুরাপাড়া পয়েন্টে পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টা পর্যন্ত পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। ১৭ হাজার ২৫০ পরিবারের ৬৮ হাজার ৪০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত ৪ জুলাই থেকে যমুনা নদীবেষ্টিত সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার নিচু এলাকা প্লাবিত হতে শুরু করে। সবচেয়ে বেশি ক্ষতি হয় সারিয়াকান্দি উপজেলায়। সেখানে নদী তীরবর্তী নিচু এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠে। উপজেলার চালুয়াবাড়ি, কর্ণিবাড়ি, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর ও কামালপুর ইউনিয়নের ১২২ চরের বাড়িঘরে পানি উঠেছে। এসব এলাকার মানুষ গৃহপালিত প্রাণী নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, ৪ জুলাই থেকে বন্যা শুরু হয়েছে। ১২ ইউনিয়ন ও এক পৌরসভার ৮২ গ্রামের ১১৫ কিলোমিটার এলাকায় পানি প্রবেশ করেছে। ১৭ হাজার ২৫০ পরিবারের ৬৮ হাজার ৪০০ মানুষ পানিবন্দি হয়েছেন। ৯০টি বাড়ি সম্পূর্ণ ও ১৯০টি আংশিক প্লাবিত হয়েছে। ৫০ কিলোমিটার কাঁচা রাস্তা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ইতোমধ্যে ছয় হাজার ৬৫০ হেক্টর জমিতে পানি প্রবেশ করেছে। জলাবদ্ধ কৃষক পরিবারের সংখ্যা আট হাজার ১৪০টি। জনস্বাস্থ্য অফিস জানিয়েছে, এখন পর্যন্ত এক হাজার ৫০টি নলকূপ জলাবদ্ধ হয়েছে। প্রাণিসম্পদ অফিস জানায়, ৩২ হাজার ছাগল ও ৪৩ হাজার গরু পানিবন্দি হয়ে পড়েছে। মৎস্য অফিসের তথ্যে জানা গেছে, ৫.৩৭ হেক্টর আয়তনের আটটি খামারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ইতোমাধ্য ৪৩টি বিদ্যালয় চত্বরে পানি প্রবেশ করেছে।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বন্যাদুর্গতদের সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নগদ ১০ লাখ টাকা, ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ৫০০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ পাওয়া গেছে।
তিনি আরও জানান, শুক্রবার থেকে সারিয়াকান্দি ও সোনাতলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, মুড়ি, চিড়া, গুড়, ডাল, তেল, পেঁয়াজ, পাউরুটি, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রয়েছে।