চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ ইসমাঈল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাঈল হোসেনকে আটক করে। রাতে বিষয়টি আমাদের জানানোর পর ঢাকায় গিয়ে আমরা তাকে চট্টগ্রামে নিয়ে আসি। আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। গত ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
চট্টগ্রাম আদালতের জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘আজ সকালে ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাঈলকে আদালতে তোলা হয়। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
গত ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন ৮৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক পৌরসভা মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়াও চট্টগ্রামের একাধিক মামলায় তাকে আসামি করা হয়।