X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

নড়াইলে চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১১:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:১৭

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলওয়ে সেতুর আশপাশে ফেলে রাখা হয়। বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে নুরুন্নবী (৩০), একই উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০) এবং লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে জান্নাতুল শেখ (৩০)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিন ব্যক্তি গরু চুরি করতে যান। এ সময় কুকুরের ডাক শুনে বাড়ির মালিক গরু চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজনের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে পিটুনি দিলে তিন জন নিহত হন। তারা দীর্ঘদিন বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল বলে অভিযোগ এলাকাবাসীর।

তুলারামপুর এলাকার শিহাবুর রহমান শিহাব জানান, গত কয়েক মাস ধরে এই এলাকায় গরু চুরি বেড়ে যায়। গত পাঁচ মাসে অন্তত ২৮টি গরু চুরি হয়েছে। চুরি ঠেকাতে গ্রামের লোকজন রাত জেগে পাহারা দেন। বুধবার ভোররাতে চোরেরা তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে গরু চুরি করতে এলে হান্নান ডাক চিৎকার শুরু করেন। আশেপাশের লোকজন ছুটে এসে তিন গরু চোরকে ধরে পিটুনি দিলে মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘নড়াইল সদর হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
বৈষম্য নিরসনে ৮ দাবি বড়ুয়া জনগোষ্ঠীর
বৈষম্য নিরসনে ৮ দাবি বড়ুয়া জনগোষ্ঠীর
ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে আবেদন
ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে দুদকে আবেদন
শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
চীনের কিন্ডারগার্টেনে রঙ মেশানো খাবার, বিষক্রিয়ায় আক্রান্ত ২৩৩ শিশু
চীনের কিন্ডারগার্টেনে রঙ মেশানো খাবার, বিষক্রিয়ায় আক্রান্ত ২৩৩ শিশু
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের