X
রবিবার, ২৯ জুন ২০২৫
১৫ আষাঢ় ১৪৩২

কালিয়াকৈরে শিক্ষার্থী শিহান হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬

গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা বাস এবং সিএনজি অটোরিকশার চালক ও হেলপারের কাজের পাশাপাশি পেশাদার ছিনতাইকারি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার দিবাগত রাতে সিসিটিভির ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশ গাজীপুর মহানগরীর সালনা, বাসন, কোনাবাড়ী, টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো– ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিম উদ্দিনের ছেলে তাকওয়া পরিবহন বাসের চালক সরওয়ার হোসেন শারু (২৮), কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে সিএনজি অটোরিকশাচালক নাজিম উদ্দিন নয়ন (৩৫), একই জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক ছাইফুল ইসলাম (৪২), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব জামেরতলী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আজমেরী গ্লোরী পরিবহনের হেলপার জুয়েল (২৪), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাকওয়া পরিবহনের স্টাফ মিলন (২৭) এবং ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত সুলতান বয়াতির ছেলে চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা আনোয়ার হোসেন (৩৫)। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, চাপাতি, ছুরিসহ ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় তাজবীর হোসেন শিহান বাড়ি থেকে বের হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে শিহান এবং কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমানকে (৪৬) ছিনতাইকারীরা (আসামিরা) পথরোধ করে। আসামিরা শিক্ষার্থী শিহানের হাঁটুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ফোন, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ভিসা কার্ড, মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় এবং চালক মাসুদুর রহমানকে ছুরি মেরে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আহত চালককে স্থানীয় সুফিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারিরা স্বীকার করেছে তারা পেশাদার ছিনতাইকারি এবং গত দুই বছর ধরে সিএনজি অটোরিকশায় গাজীপুরের চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, টঙ্গী, সালনা এবং শ্রীপুর এলাকায় ছিনতাই কাজে জড়িত।

/এমএএ/
সম্পর্কিত
মতিঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত
রাজশাহীতে গরুর হাট থেকে ছুরিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট সুপারভাইজার নিহত
সর্বশেষ খবর
নিউইয়র্কে ‘গোধুলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন
নিউইয়র্কে ‘গোধুলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন
এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে
এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর
আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও পিছিয়ে: আলী রীয়াজ
আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও পিছিয়ে: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
‘সরকার দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে আন্দোলন ঘোষণা করবো’
‘সরকার দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে আন্দোলন ঘোষণা করবো’
মুরাদনগরে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ, থানায় মামলা
মুরাদনগরে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ, থানায় মামলা