X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে মানুষের ঢল

আবদুল আজিজ, কক্সবাজার
৩১ ডিসেম্বর ২০২৪, ২১:১১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৩২

বছরের শেষ সূর্যাস্ত দেখতে এবং শীতের হিমেল হাওয়া এড়িয়ে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করছেন বিপুলসংখ্যক পর্যটক। থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সমুদ্রসৈকতে যেন মানুষের জোয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পট পর্যটকদের পথচারণায় মুখর হয়ে উঠেছে। এতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে, পর্যটকদের স্বাগত জানাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ।

২০২৪ সালকে বিদায় আর ২০২৫ সালকে স্বাগত জানাতে কক্সবাজারে এখন মানুষ আর মানুষ। সেই সঙ্গে যোগ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ছুটি। সব মিলিয়ে পর্যটকে ভরপুর এখন কক্সবাজার। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলনমেলায়। সৈকতে এসে আগত পর্যটকরা জানালেন, তাদের ভালোলাগার কথা।

বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ছুটে আসছেন বহু মানুষ কক্সবাজারে পরিবার নিয়ে ঢাকা থেকে আসা দম্পত্তি জাহেদ চৌধুরী ও মুন জানান, প্রায় এক মাস আগে তারা হোটেল বুকিং করেছেন। প্রতিবারই এ সময়টা পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন।

একই কথা জানালেন রাজশাহী থেকে আসা পারভেজ আলম। তিনি বলেন, ‘আজ রাত ১২টা ১ মিনিটে আতশবাজি ফুটিয়ে থার্টিফার্স্ট নাইট পালন করবো। এই দিনটার জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজকে সপরিবারে দিনটি পালন করবো।’

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এবারও কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট উদযাপনে থাকছে না কোনও ওপেন কনসার্ট। বিভিন্ন তারকামানের হোটেলে গেস্টের জন্য ইন্ডোরে রয়েছে নানা আয়োজন। দেশের একমাত্র ফিস অ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ সেজেছে নতুন আঙ্গিকে। ব্যবসায়ীরা বলছেন, বিপুল পরিমাণ পর্যটক আগমনে খুশি তারা।

কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, ‘আজ অন্যান্য সময়ের চেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। এজন্য অনেক ভালো লাগছে।’

পর্যটকদের পথচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত কক্সবাজারের বৃহত্তর বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, ‘বিপুল পরিমাণ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। যাতে কোনও পর্যটন ব্যবসায়ী অবৈধভাবে অতিরিক্ত টাকা নিতে না পারে সেজন্য সজাগ রয়েছি।’

এদিকে, পর্যটকদের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার সমুদ্রসৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘বিপুল পরিমাণ পর্যটক এখন কক্সবাজার ভ্রমণে এসেছেন। তাদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সজাগ রয়েছে।’

দেশের পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।

/এমএএ/
সম্পর্কিত
আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ
ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত রাখার দাবি
মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হয়েছে নৌবাহিনীর সমুদ্র মহড়া
সর্বশেষ খবর
বরিশাল আড়াই কোটি, চিটাগং দেড় কোটি
বিপিএলে কে কোন পুরস্কার জিতলেনবরিশাল আড়াই কোটি, চিটাগং দেড় কোটি
তিন দিবস সামনে রেখে চাঙা গদখালীর ফুলবাজার, শতকোটি টাকা বিক্রির আশা
তিন দিবস সামনে রেখে চাঙা গদখালীর ফুলবাজার, শতকোটি টাকা বিক্রির আশা
শব্দের চেয়ে বোধের দাবি বেশি : স্নিগ্ধা বাউল
শব্দের চেয়ে বোধের দাবি বেশি : স্নিগ্ধা বাউল
কবিতায় ভাষা ও শৈলী প্রাণেরই অধীন : তানজিন তামান্না
কবিতায় ভাষা ও শৈলী প্রাণেরই অধীন : তানজিন তামান্না
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের