গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পৌনে একঘণ্টা টঙ্গী (স্টেশন রোড) এলাকায় তারা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
মহাসড়কের টঙ্গীতে বসবাস করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অবরোধে অংশ নিয়ে বিক্ষোভ করেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপুর কাছে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিনিয়ত টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুরা পর্যন্ত প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রতিদিন ওই স্থানে ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কমপক্ষে ২০ জন শিক্ষার্থী গত কয়েক দিনে টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পথচারী ও সাধারণ মানুষকে আঘাত করে আহত করছে। ছিনতাইকারির ছুরির আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পুলিশ ছিনতাই রোধে পুলিশ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
‘এসব ঘটনায় এলাকাবাসী, ব্যবসায়ী, পথচারী, পোশাকশ্রমিক এবং সাধারণ মানুষ অতিষ্ঠ। সন্ধ্যার পর একবারে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চায় না। পুলিশ ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেবে সাধারণ শিক্ষার্থীরা। আজ এ সড়কে চলাচলকারীচালক ও যাত্রীদের কথা ভেবে আমরা মহাসড়ক থকে অবরোধ তুলে নিয়েছি।’
এ বিষয়ে জিএমপি টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই বন্ধে তারাও পুলিশের সঙ্গে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় একসঙ্গে কাজ করবেন।’