X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

গার্মেন্টস কারখানায় ভূত আতঙ্কে ১৫ নারী শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৫:৩০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫:৩০

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানায় টয়লেটে গিয়ে ভূত আতঙ্কে হঠাৎ ১০-১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার (শিরিরচালা) এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

আহত শ্রমিক মৌসুমি, আরিফা, নিপা, তাছলিমা বলেন, ‘কয়েকদিন ধরে কারখানায় অনেকে আলোচনা করছেন ওয়াশ রুমে জিন এবং ভূতের আনাগোনা করছে। গুজবে কারখানার সব শ্রমিক সকাল সোয়া ৯টার দিকে কারখানার নিচে নেমে হইচই শুরু করেন। এসব চিন্তায় কয়েকজন শ্রমিক ওয়াশ রুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। আমরা সিঁড়ি দিয়ে নামার সময় ভয়ে আতঙ্কিত হয়ে পায়ে শক্তি পাচ্ছিলাম না। পরে সিঁড়ির মেঝেতে পড়ে যাই। বেলা ১১টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’

হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ তলা ভবনের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় দুই হাজার দুইশ শ্রমিক কর্মরত আছেন। সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে কয়েকজন নারী শ্রমিক ওয়াশরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অনেকে উৎপাদন ফ্লোরে পড়ে যান। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে বাঘের বাজার (শিরিরচালা) হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়।

ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান বলেন, ‘প্রথম অবস্থায় এ সেন্টারে ৭-৮ জন রোগী এসেছেন। তাদের মধ্যে তিন জনকে অক্সিজেন এবং একজনকে স্যালইন দেওয়া হয়। তারা সুস্থ হয়ে নিজেরাই বাসায় চলে গেছেন। কী কারণে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন অথবা রোজা থাকার কারণে শরীর দুর্বল হয়ে যাওয়ায় এরকম হয়ে থাকতে পারে।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ‘ওয়াশরুমে ভূতের ভয়ে ৭ নারী শ্রমিক গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বলছে তাদের কাছে ১০-১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে চার জনকে তারা চিকিৎসা দিয়েছে। অন্যরা বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।’

এদিকে, এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের কারখানায় প্রবেশ করতে দেয়নি। কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাননি।

/এমএএ/
সম্পর্কিত
২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিকদের
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
গাজায় নতুন করে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল
গাজায় নতুন করে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল
ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
ইফতার মাহফিল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক 
বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক 
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১৫
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১৫
সর্বাধিক পঠিত
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
এবার ঈদ ঘিরে লম্বা ছুটি
এবার ঈদ ঘিরে লম্বা ছুটি
ভারতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা চায় জামায়াত
ভারতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা চায় জামায়াত