X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ভাঙ্গা-পটুয়াখালী ছয় লেন সড়কের কাজ দ্রুত শুরু হবে: উপদেষ্টা সাখাওয়াত

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০২৫, ২২:০২আপডেট : ১০ মে ২০২৫, ২২:০২

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এ কাজ ধাপে ধাপে হবে কুয়াকাটা পর্যন্ত। বাবুগঞ্জের মীরগঞ্জে ব্রিজের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হবে।’

শনিবার বিকালে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘বিপিএল-এ বরিশাল দুইবার চ্যাম্পিয়ন হলেও বরিশাল স্টেডিয়ামে কোনও খেলা হয় না। স্টেডিয়ামের উন্নয়ন কাজ শম্ভুক গতিতে চলছে। এভাবে আরও ১০ বছরেও এ কাজ শেষ হবে না। ঠিকাদারের রয়েছে নানা টালবাহানা। স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করে অভ্যন্তরীণ খেলার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক খেলার আয়োজনের বিষয়ে বিসিবির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করে বরিশাল স্টেডিয়ামে খেলা পরিচালনার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ঠিকাদারকেও দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের তাগিদ দেওয়া হয়েছে।’

বরিশাল নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘লঞ্চ চলাচল না থাকায় কিছু এলাকায় লঞ্চ টার্মিনাল বন্ধ হয়ে গেছে। আমরা ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রুটে নৌযান চালু করবো। বিশ্বব্যাংকের সহায়তায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় আটটি অত্যাধুনিক লঞ্চঘাট নির্মিত হবে। একই সঙ্গে চারটি স্টিমার মেরামতের কাজ চলমান। মেরামত হয়ে গেলে তা চলাচল শুরু হবে।

‘এ ছাড়া বরিশালের একমাত্র উদ্যান বেলস পার্ক। উদ্যানটি সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। শুক্রবার উদ্যানে হাঁটতে গিয়ে বিষয়টি নজরে আসে। নগরবাসী হাঁটার পাশাপাশি যাতে উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারেন সে বিষয়টি আনতে হবে। নগরীর প্রাণকেন্দ্রে থাকা বিবির পুকুর পাড়ে গিয়েছিলাম। পুকুরটির পাড়ে থাকা ঝরনা ছাড়ার জন্য সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার রায়হান কাওসারকে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার জানিয়েছেন, পুকুরটির সৌন্দর্যবর্ধনে আরও তিনটি ঝরনা বসানো হবে। বিবির পুকুরের সৌন্দর্য বাড়িয়ে চারিদিকে মানুষের বসার জায়গা করে দিতে হবে।’

এ সময় তিনি তার স্মৃতিবিজরিত অভিরুচি হল সংলগ্ন একটি হোটেলের কথা উল্লেখ করে জানান, সেখানে তারা চা পান করতে করতে রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক আড্ডা দিতেন। বিবির পুকুরপাড়টি ঘিরে সে ধরনের আড্ডাস্থল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

এরপর উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ছয় লেন মহাসড়কের সঙ্গে বাইপাস সড়ক ঠিক রাখা। এ বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করেন ছয় লেনের সঙ্গে বাইপাস সড়ক হবে। এ সময় প্রতিদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা এবং বরিশাল থেকে চট্টগ্রামগামী স্টিমার চালু করার প্রস্তাব রাখেন সাংবাদিকরা।

জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

/এমএএ/
সম্পর্কিত
নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
কক্সবাজারে বললেন দুই উপদেষ্টা১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’