X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের দু’পক্ষে চেয়ার ছোড়াছুড়ি

বরিশাল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

বরিশালে বিএনপি আয়োজিত সমাবেশে ছাত্রদলের দুপক্ষে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার পরে শুরু হওয়া এ সমাবেশে স্লোগান দেওয়া নিয়ে ছাত্রদলের দু’পক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সমাবেশ শুরুর পর বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা মঞ্চে থাকা এক এক নেতার নাম ধরে শ্লোগান দিতে থাকে। নেতৃবৃন্দের বক্তৃতার ফাঁকে ফাঁকে এ শ্লোগান চলে। কিন্তু সেখানে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র-এমপি সরোয়ারের নাম ধরে কেউ কোনও শ্লোগান দেয়নি। এতে করে সরোয়ারের অনুসারী মহানগর ছাত্রদলের স্থানীয় নেতারা ক্ষুব্ধ হন।

এ সময় সরোয়ারের পক্ষে শ্লোগান দিতে মহানগর ছাত্রদলের সভাপতি রনি তাদের একই গ্রুপের অভিকে নির্দেশ দেয়। কিন্তু তারপরও অভি এবং তার সাথে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা সরোয়ার পক্ষে কোনও শ্লোগান না দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে অভি ও রনি পোশাক টানাটানি করে। বিকেল পৌনে ৫টায় মঞ্চের সামনে ওই দুইজনের অনুসারীরা চেয়ার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরে সামনে থাকা নেতারা এসে তাদের শান্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে এসেছে বলেই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে চাইছে। জনগণকে দেওয়ার মতো সরকারের কিছুই নেই। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে  বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ

বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন,  ’৭১ সালে দেশের আপামর জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু, এখন দেশের কোথাও গণতন্ত্র নেই। সরকার ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে।’

এ সমাবেশে যোগ দেন দলের প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সমাবেশে আসার পথে বাধা পাওয়ার অভিযোগ করেন তিনি।

এছাড়াও সমাবেশে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, চট্টগ্রাম সিটি নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা সিটি করপোরেশনে পরাজিত বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় নেতারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি