X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নতুন রূপে সেজেছে কুয়াকাটা, লক্ষাধিক পর্যটকের অপেক্ষায়

পটুয়াখালী প্রতিনিধি
০২ মে ২০২২, ২২:৩২আপডেট : ০২ মে ২০২২, ২২:৩২

দেশব্যাপী মৃদু তাপপ্রবাহ থাকলেও কুয়াকাটা সৈকতের তীরে বইছে মৃদু হিমেল হাওয়া। সঙ্গে রয়েছে ঢেউয়ের গর্জন। তিন মোহনায় ফুটেছে সবুজ গুল্ম লতা। সঙ্গে সৈকতের তীরজুড়ে রয়েছে সাদা ঝিনুকের ছড়াছড়ি। গঙ্গামতিতে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। রোজায় দীর্ঘ এক মাস পর্যটকের আগমন না থাকায় নতুন সাজে সেজেছে সমুদ্রকন্যা কুয়াকাটার প্রকৃতি। একইসঙ্গে সজ্জিত হচ্ছে এখানকার হোটেল-মোটেলগুলোও। এখন শুধু পর্যটকদের জন্য অপেক্ষা।

১২ মাসই কমবেশি পর্যটকের উপস্থিতি থাকে এখানে। তবে এ বছর রমজানে তেমন পর্যটকের আগমন ঘটেনি। এতে বন্ধ রয়েছে সব হোটেল-মোটেল। এ ছাড়া করোনার কারণে গত চার ঈদে তেমন আগমন ঘটেনি পর্যটকের। ফলে বড় লোকসানের মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। এ বছর করোনার তেমন প্রকোপ না থাকায় ঈদুল ফিতরের ছুটিতে অন্তত লক্ষাধিক পর্যটকের আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বুকিং হয়েছে ৭০ ভাগ হোটেল-মোটেল। তাই অনেকে রঙ তুলির আঁচড়ে নতুন করে সাজাচ্ছেন হোটেল-মোটেল। কেউ কেউ আবার ধোয়া-মোছা এবং পরিচ্ছন্ন করে নতুন করে গোছাচ্ছেন মালামাল। অনেকে আবার সৈকতে নতুন করে বসাচ্ছেন নতুন ছাতা ও বেঞ্চ।

নতুন রূপে সেজেছে কুয়াকাটা, লক্ষাধিক পর্যটকের অপেক্ষায়

ট্যুরিজম ব্যবসায়ী আবুল হোসেন রাজু জানান, দীর্ঘ এক মাস পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। আর এ সুযোগে সৈকতের বিভিন্ন পয়েন্টের প্রকৃতি ডানা মেলেছে। বিশেষ করে সৈকতের তিন মোহনায় নতুন করে গুল্মলতা এবং বিভিন্ন হোটেলের সামনের ফুল গাছে নতুন করে ফুল ফুটেছে। নতুন প্রকৃতি উপভোগের পাশাপাশি সৈকতের বুকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউয়ে মেতে উঠবেন ঈদে আগত পর্যটকরা।

আবাসিক হোটেল ‘আমানের’ ম্যানেজার রিপন সাব্বির বলেন, ‘ইতিমধ্যে আমাদের হোটেলের ৭০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। আশা করছি, ঈদের আগে সব রুম বুকিং হয়ে যাবে। করোনার প্রকোপ না থাকায় আমরা পেছনের লোকসান পুষিয়ে নিতে পারবো।’

গঙ্গামতিতে লাল কাঁকড়ার বিচরণ

কুয়াকাটার বিলাসবহুল আবাসিক হোটেল ‘খান প্যালেসের’ ম্যানেজার আবদুস শাকুর বলেন, ‘এখানে ১৩০টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৮০ শতাংশের বেশি অগ্রিম বুকিং হয়ে গেছে। বাকি রুমগুলো ঈদের আগেই বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কুয়াকাটা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কুয়াকাটা গেস্ট হাউসের মালিক মো. মোতালেব শরীফ বলেন, ‘আবহাওয়া ভালো থাকলে এ বছর ঈদে কুয়াকাটায় প্রায় লক্ষাধিক পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। পর্যটক যাতে কোনও ঝামেলা ছাড়াই কুয়াকাটা ভ্রমণ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন বেশ কিছু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন।’

নতুন রূপে সেজেছে কুয়াকাটা, লক্ষাধিক পর্যটকের অপেক্ষায়

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক এম এ মিজানুর রহমান বলেন, ‘ঈদে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গঠন করা 
হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্পটে এখন থেকেই সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

প্রস্তুত হচ্ছে হোটেল-মোটেলগুলো

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, ‘এই ঈদে কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের একটি বিশেষ টহল দল ডিউটিতে থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করায় ৫ পর্যটকের কারাদণ্ড
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
বান্দরবানে ঘুরতে গিয়ে ঝরনার পানিতে ভেসে গেছেন আরেক পর্যটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক