X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘অশনি’র প্রভাবে বরগুনায় বৃষ্টি, দুশ্চিন্তায় চাষিরা

বরগুনা প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৯:০৬আপডেট : ০৯ মে ২০২২, ১৯:০৬

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বরগুনায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার (৯ মে) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও বইছে হালকা দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির কারণে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

টানা বর্ষণে বোরোসহ রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মাঠে থাকা ৮০ শতাংশ পরিপক্ক বোরো ধান কাটার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মুগ ডালসহ অন্যান্য পরিপক্ক রবি ফসল দ্রুত ঘরে তুলতে হবে। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাইকিং করে কৃষকের কাছে তথ্য পৌঁছাতে বলেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয় থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সংকেত বাড়লে জেলা প্রশাসন দুর্যোগবিষয়ক সভা করে প্রস্তুতি নেবে। বরগুনায় ৬২৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলোতে দুই লাখ ৫০ হাজার মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুও রাখা যাবে।

বরগুনা সদর উপেজলা বড়ইতলা গ্রামের কৃষক মো. শাহেদ বলেন, ‘৩০ শতক জমিতে এ বছর মুগ ডাল আবাদ করেছি। এভাবে বৃষ্টি হতে থাকলে সবকিছু নষ্ট হয়ে যাবে।’ 

বরগুনায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি

নলী গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, ‘দুই একর জমিতে তরমুজ আবাদ করেছিলাম। বিক্রি প্রায় শেষের দিকে। মাঠে এখনও অনেক তরমুজ রয়ে গেছে। টানা বর্ষণ হলে মাঠের তরমুজ পচে যাবে।’

ঢলুয়া এলাকার কৃষক জয়নাল বলেন, ‘মাঠে পাকা ধান। আর কয়েকদিন পরই ধান কেটে ঘরে উঠাতে চেয়েছিলাম। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে আমাদের ভোগান্তির শেষ থাকবে না। সবকিছু শেষ হয়ে যাবে।’

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার দুই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। টানা বর্ষণ হলে কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হবে। তবে তাদের পাকা বোরো ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমবে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরগুনা সদর উপজেলার টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন। জেলার চার উপজেলায় আমাদের আট হাজার ৪৪০ জন স্বেচ্ছাসেবক রয়েছে।’

ফসল কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় চাষিরা

কৃষি সম্প্রসারণ অধিদফতর বরগুনা কার্যালয়ের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুর বলেন, ‘যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে বোরা ধান বা রবি ফসলের ক্ষতির সম্ভাবনা কম। তবে বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।’

রেড ক্রিসেন্ট বরগুনার সহকারী পরিচালক মাহবুবুর আলম বলেন, ‘আমাদের তিন শতাধিক সদস্যকে বার্তা দেওয়া আছে। সংকেত বাড়লে আমরা মিটিং ডেকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ও আবহাওয়া বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছি।’

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। যদি ঘূর্ণিঝড়ের সংকেত বাড়ে তাহলে জেলা দুর্যোগ প্রস্তুতি সভা করে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় আতঙ্কে নোয়াখালী উপকূলের মানুষ, অধিকাংশ চরে নেই বাঁধ
বঙ্গোপসাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
আজ ২৯ এপ্রিলসেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক