X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

তালিকায় নাম থাকলেও চাল পাচ্ছেন না ২৫ হাজার জেলে

আহাদ চৌধুরী তুহিন, ভোলা
২০ অক্টোবর ২০২২, ২২:০১আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২২:৪৫

১৩ দিনেও ভিজিএফ কর্মসূচির চাল পাননি ভোলার জেলেরা। চাল না পেয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বাধ্য হয়ে কোনও কোনও জেলে গোপনে নদীতে মাছ ধরতে নামছেন। এরই মধ্যে আটক হয়েছেন অনেক জেলে, কেউ কেউ কারাগারেও গেছেন। তবে তালিকাভুক্ত হয়েও ২৫ হাজার জেলে পাচ্ছেন না খাদ্য সহায়তা।

সর্বশেষ শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌ-পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও জেলা মৎস্য বিভাগ।

ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ৭ থেকে ২৮ অক্টোবর দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পথে, তাই জাল বুনছেন জেলেরা

এরই মধ্যে ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশাসহ বিভিন্ন শাখা নদীতে অভিযান চলছে। জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় এসব নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। পাশাপাশি কোস্টগার্ডও অভিযান চালাচ্ছে।

জেলেরা বলছেন, ২২ দিনের নিষেধাজ্ঞার ১৩ দিন পার হতে চলেছে। এ সময়ে চাল বরাদ্দ দেওয়ার কথা শুনেছি। কিন্তু এখনও চাল পাইনি। ঘরে খাবার নেই। নদীতে নামলে পুলিশে আটক করে। কারাগারে পাঠায়। স্ত্রী-সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটছে আমাদের। কষ্ট দেখার কেউ নেই।’

ভোলা সদরের তুলাতলী ও ইলিশা এলাকার জেলে মো. ইউনুছ, মো. আকবর, মো. মিজান ও মো. সোহেল জানান, ‘ঘরে চাল নেই। খুব কষ্টে দিন কাটছে তাদের। এর মধ্যে সমিতির কিস্তি দিতে হয়। এজন্য নদীতে মাছ ধরতে যান। দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও এখনও জেলের তালিকায় নাম ওঠেনি। বিকল্প পেশা নেই। নিষেধাজ্ঞার সময় বেকার বসে থাকতে হয়।’

ঘরে খাবার না থাকায় বাধ্য হয়ে কোনও কোনও জেলে গোপনে নদীতে মাছ ধরতে নামছেন

তালিকাভুক্ত জেলে শিবপুরের রফিক মিয়া বলেন, ‘নিষেধাজ্ঞার ১৩ দিন পার হতে চলছে। এখনও চাল সহায়তা পাইনি। কবে পাবো জানি না। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।’

জেলা মৎস্য বিভাগ বলছে, প্রশাসনের লোকজনকে ফাঁকি দিয়ে অনেক জেলে নদীতে মাছ ধরছেন। ১৯ অক্টোবর পর্যন্ত ১৯৮টি স্পটে অভিযান চালিয়ে জেলেদের নামে ৬১টি মামলা দেওয়া হয়েছে। তিন হাজার ৯৮৭ মিটার জাল আটক করা হয়েছে। ৩৫ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। ৬৬ জনের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, ‘কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতায় ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা। আমাদের অভিযানের নির্দিষ্ট সময়সূচি নেই। জোয়ার-ভাটা হিসাব করে এই আট জেলার বিভিন্ন নদীর পয়েন্টে অভিযান চালানো হয়।’

২৫ হাজার জেলে থাকছেন খাদ্য সহায়তার বাইরে

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ‘নিয়মিত নদীতে অভিযান চালানো হচ্ছে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযানে আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ভোলায় তালিকাভুক্ত জেলের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ২৫৬ জন। বাস্তবে এই সংখ্যা দুই লাখের বেশি। এর মধ্যে ২৫ কেজি করে চাল সহায়তা পাবেন এক লাখ ৩২ হাজার জেলে। চালের বরাদ্দ কম। এজন্য বাকি ২৫ হাজার জেলে পাবেন না। এখনও চাল দেওয়া শুরু হয়নি।’ 

কবে নাগাদ চাল দেওয়া শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক লাখ ৩২ হাজার জেলের ২৫ কেজি করে চাল সহায়তা ৬৮ ইউনিয়ন পরিষদে পৌঁছে গেছে। দুই-তিন দিনের মধ্যে হয়তো বিতরণ শুরু হবে।’

সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘আজ থেকে তালিকাভুক্ত জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। তবে সব জেলেকে দেওয়া সম্ভব হয়নি। দুই-একদিনের মধ্যে সবাই পাবেন। আমার ইউনিয়নের সব জেলে তালিকাভুক্ত নন। যারা তালিকাভুক্ত তারাই শুধু চাল পাবেন।’

আটক হয়েছেন অনেক জেলে, কেউ কেউ কারাগারেও গেছেন

জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‌‘নদী ও সাগরবেষ্টিত জেলা ভোলা। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। জেলায় প্রায় আড়াই লাখ জেলে রয়েছেন। সরকারের তালিকায় আছেন এক লাখ ৫৭ হাজার। নিষেধাজ্ঞার সময় জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। এর মধ্যে পাবেন এক লাখ ৩২ হাজার জেলে। বাকি ২৫ হাজার জেলে পাবেন না। এটা কেমন সিদ্ধান্ত মাথায় ঢুকছে না। জেলেদের বিকল্প কোনও পেশা নাই। অথচ ১৩ দিন পার হলেও চাল বিতরণ শুরু হয়নি। বিষয়টি হতাশাজনক। দায়িত্বশীলদের অবহেলার কারণে এমন হয়েছে।’ 

তিনি বলেন, ‘জেলার সব জেলেকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানাই। একইসঙ্গে জেলেদের চালগুলো দ্রুত দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ 

/এএম/
সম্পর্কিত
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বশেষ খবর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো