X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সুপারি চোরাচালানের মামলায় চেয়ারম্যান শাহজাহান কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ২০:২৩আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০:২৩

ভারতে ‘দেড় কোটি টাকার’ সুপারি চোরাচালানের মামলায় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. মাসুম বিল্লাহ। শাহজাহান হাওলাদার (৬০) তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শ ম হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারের বরাত দিয়ে হায়দার আলী বলেন, ‌‌‘গত ২৪ জানুয়ারি রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় দেড় কোটি টাকার সুপারি জব্দ করেছিল পুলিশ। সে সময় তিন জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার এবং ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছিল। মামলার পর চেয়ারম্যান শাহজাহান উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে তিনি আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে কারাগারে পাঠানো হয়।’

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, ‘সুপারি পাচারের সময় ট্রলারে থাকা চেয়ারম্যান শাহজাহান পালিয়ে যান। এ ঘটনায় চেয়ারম্যানসহ চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করে পুলিশ। এজাহারনামীয় তিন জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। আজ চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়।’

আসামি পক্ষের আইনজীবী কানাই লাল বিশ্বাস বলেন, ‘শাহজাহান হাওলাদার এই মামলার ৪ নম্বর আসামি। তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর, অভিযোগ গঠনের শুনানি বুধবার
রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে
সর্বশেষ খবর
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ