X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যেকোনো জায়গায় মোবাইল হারালে উদ্ধার করে দেবে বরিশাল জেলা পুলিশ

বরিশাল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২৩:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২৩:২৩

বরিশালে গত ছয় মাসে চুরি হওয়া ৩৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে জেলা পুলিশ। এর মধ্যে গত এক মাসে ৫২টি মোবাইল উদ্ধার করা হয়। সোমবার (০১ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‌‘বিভিন্ন সময় বরিশাল জেলার ১০ থানায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দেন মালিকরা। এরপর আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হন। একইসঙ্গে মোবাইলটি কে ব্যবহার করছেন, মোবাইল থেকে কোনও ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কিনা; তা জানার চেষ্টা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ পার্টি; যারা লোভে পড়ে চোরাই মোবাইল কিনেছেন তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। এ কারণে প্রকৃত চোরেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘হারানো মোবাইল ফোন মালিকদের বারবার মামলা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। কিন্তু তারা মামলা না করায় চোরদের আইনের আওতায় আনা যাচ্ছে না। তবে যারা চোরাই মোবাইল ব্যবহার করে আইনবহির্ভূত কাজ করছে; তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বরিশাল জেলার বিভিন্ন থানায় এ ধরনের আটটি মামলা চলমান। আরও কিছু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

যেকোনো স্থানে মোবাইল হারালে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘শুধু বরিশালে নয়, দেশের যেকোনো জায়গায় মোবাইল ফোন হারিয়ে গেলে সেক্ষেত্রে বরিশাল পুলিশের আইসিটি বিভাগে কর্মরতরা সাপোর্ট দেবে এবং হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দেবে। এক্ষেত্রে যেকোনো থানায় একটি অভিযোগ দিতে হবে। একইসঙ্গে হারিয়ে যাওয়া মোবাইলটি যে তার, সেটি নিশ্চিত করতে হবে।’

দেশের যেকোনো স্থানে মোবাইল হারালে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পুলিশ সুপার

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মোবাইল ফোনের একটি নম্বর রয়েছে, সেটি ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হই। এরপর ওই ব্যক্তির সঙ্গে যোগাযাগ করা হয়। তাকে বলা হয়, চোরাই মোবাইল এটি। মোবাইলটি হস্তান্তরের অনুরোধ জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তখন ওই ব্যক্তি দেশের যেখানেই থাকুক ডাক অথবা কুরিয়ারে মোবাইল পাঠিয়ে দেন। ওই সময় তাদের বলা হয়, এ ধরনের মোবাইল না কেনার জন্য। তবে যে ক্ষেত্রে অপরাধী জড়িত সেক্ষেত্রে অভিযান চালিয়ে ওই অপরাধীকে গ্রেফতার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। কিন্তু এ ধরনের অপরাধী কম ধরা পড়ছে।’

মোবাইল ফোন ফেরত পাওয়া হিরন শাহ বলেন, ‘স্মার্টফোনে আমার পারিবারিক থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ ছবি তুলে রাখা হয়েছিল। আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। এ কারণে ফোনটি হারিয়ে বিপদে পড়ি। এটি ফেরত পাওয়ায় অনেক খুশি হয়েছি। উদ্ধারকাজে যারা জড়িত, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

/এএম/
সম্পর্কিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়